সিলেটের সাদা পাথর লুটপাটের মহোৎসব
নজিরবিহীন লুটপাটে বিবর্ণ সিলেটের পর্যটনকেন্দ্র সাদা পাথর৷ দ্রুত পদক্ষেপ নিয়ে তা রক্ষার দাবি পরিবেশকর্মীদের৷ দেখুন ছবিঘরে...
সাদা পাথরের অসাধারণ রূপ
সিলেটের ভোলাগঞ্জের মনোমুগ্ধকর সাদা পাথর পর্যটনকেন্দ্রে প্রতিবছর ভিড় জমায় লাখ লাখ পর্যটক৷ প্রাকৃতিকভাবে সৃষ্ট এই পর্যটনকেন্দ্র ভ্রমণপিপাসুদের কাছে একটি জ্নপ্রিয় গন্তব্য৷
চলছে লুটপাট
২০২৪ সালের পাঁচ আগস্টের পর থেকে সেখানে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র৷ যে পাথর জলরাশির সাথে মিশে স্বর্গীয় এক সৌন্দর্য তৈরি করেছিল, সেই পাথর লুটপাটে নেমেছেন শত শত মানুষ৷ গত দুই-তিন সপ্তাহ ধরে বেড়েছে লুটপাটের মাত্রা৷ পরিস্থিতি এমন হয়েছে যে, এক বছরে বিরাণ হয়ে গেছে এই অপার সৌন্দর্যভূমি৷
বালু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাদা পাথর
স্থানীয়রা বলছেন, গত দুই সপ্তাহে সাদা পাথর এলাকায় কয়েক দফা পাহাড়ি ঢল নামে৷ প্রতিবারই ঢলের সাথে স্তরে স্তরে পাথর ও বালু নামে৷ এবার দফায় দফায় ঢলের পর শুধু বালু দেখা গেছে৷ বালুর স্তর সরিয়েও পাথর লুট করা হয়েছে, অভিযোগ স্থানীয়দের৷ জানা গেছে, উপরের স্তরের পাথর লুটের পর এখন গর্ত খুঁড়ে চলছে পাথর উত্তোলন৷
‘দেড় লাখ ঘনফুট পাথর লোপাট
’পরিবেশকর্মী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, আগে যত দূর চোখ যেতো, দেখা যেতো সাদা পাথরের বিছানা৷ কিন্তু সেখানে এখন ধু ধু বালুচর৷ স্থানীয় ব্যবসাযী নেতা শওকত আলী বাবুলের মতে, এক বছরে ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য দুইশত কোটি টাকার অধিক৷
প্রশাসনের দিকে অভিযোগের আঙুল
পরিবেশকর্মীদের অভিযোগ, প্রশাসনের শক্ত পদক্ষেপ না থাকার কারণে চোখের সামনেই ঘটেছে এই লুটপাটের ঘটনা৷ পরিবেশ আইনবিদ সমিতি বেলা’-র বিভাগীয় সমন্বয়ক শাহেদা আক্তার গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় প্রশাসন আর খনিজ সম্পদ মন্ত্রনালয়ের ব্যর্থতার কারণেই এমন লুটপাট চলছে৷
ছাত্র-জনতার মানববন্ধন
সাদাপাথর রক্ষার দাবিতে সোমবার বিকেলে সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিবেশ ও পর্যটনপ্রেমী ছাত্র-জনতা৷ তারা বলেছেন, গণলুটের মাধ্যমে সাদাপাথর ধ্বংস করে ফেলা হয়েছে৷ ‘সেভ সাদাপাথর’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন৷