সিরিয়ায় মার্কিন হামলা
২৪ আগস্ট ২০২২ইরানের ‘ইসলামিক রেভুলিউশনারি গার্ডস কর্পস' বা আইআরজিসি-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি তাদের৷
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুচিনো এক বিবৃতিতে জানান, ‘‘১৫ আগস্ট মার্কিন বাহিনীর উপর ইরান-সমর্থিত বাহিনীর চালানো হামলার মতো পরিস্থিতি থেকে মার্কিন সেনাদের রক্ষা করতে এই হামলা চালানো হয়েছে৷''১৫ আগস্টের ঐ হামলায় কেউ হতাহত হননি৷
‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' ও ‘ডেয়ার এজজোয়া ২৪' সংগঠন বলছে, আফগানিস্তান থেকে আসা শিয়া যোদ্ধাদের নিয়ে গঠিত ফাতিমিয়ুন গ্রুপ পরিচালিত আয়াশ ক্যাম্পে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে৷ এতে কমপক্ষে ছয়জন সিরীয় ও বিদেশি জঙ্গি নিহত হয়েছেন বলেও জানিয়েছে সংস্থা দুটি৷
তবে সিরিয়ার সরকারি প্রচারমাধ্যম ও ইরান এখনও এই হামলা হওয়ার কথা প্রচার করেনি৷
ইরানের সামরিক বাহিনীর অংশ আইআরজিসিকে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷
সিরিয়ার ডেইয়ার এজজোয়া এলাকাটি ইরাক সীমান্তে অবস্থিত৷ সেখানে কয়েকটি তেলক্ষেত্র রয়েছে৷ ফলে এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ৷ ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ ও সিরিয়ার বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করে৷ অতীতে ইসরায়েলের যুদ্ধবিমান ঐ এলাকায় হামলা চালিয়েছে৷
ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়়তে ২০১৫ সালে সিরিয়ায় প্রবেশ করে অ্যামেরিকা৷ এখনও কয়েকশ মার্কিন সেনা সিরিয়ার উত্তরপূর্বে মোতায়েন রয়েছে৷
জেডএইচ/কেএম (এএফপি, এপি)