সিনহার বিরুদ্ধে প্রতিবেদন দিতে ৮ বার সময় নিলো দুদক
৮ মে ২০২৩সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত দুদককে আগামী ১৩ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারের খবরের প্রকাশ৷ আদালত সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন জমা দিতে দুদক এ নিয়ে ৮ বার সময় নিলো৷
ক্ষমতার অপব্যবহার ও অর্থ স্থানান্তরের মাধ্যমে ভাই ও আত্মীয়ের নামে ৭ কোটি ১৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে এসকে সিনহার বিরুদ্ধে ২০২১ সালের ১০ অক্টোবর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছিলেন দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার৷
মামলার এজাহারে বলা হয়, প্রধান বিচারপতি থাকাকালে এসকে সিনহা উত্তরা আবাসিক এলাকায় রাজউকের কাছ থেকে একটি প্লট নেওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে তার ভাইয়ের নামে রাজউকের পূর্বাচল প্রকল্পে আরও ৩ কাঠার প্লট নেন৷
পরে তিনি তিন কাঠার প্লটটির আয়তন বাড়িয়ে পাঁচ কাঠা করেন, প্লটটি পূর্বাচল থেকে উত্তরা-৪ নম্বর সেক্টরে স্থানান্তর করেন এবং তার এক আত্মীয়কে পাওয়ার অব অ্যাটর্নি দেন৷
দুদকের তদন্তে দেখা যায়, সাবেক প্রধান বিচারপতি প্লটটির বিপরীতে রাজউককে ৭৫ লাখ টাকা দেন এবং ৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৯ তলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণ করেন৷
দুদক আরও বলেছে, প্লট ক্রয় ও অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের উন্নয়নে ব্যবহৃত অর্থের কোনো আইনি উত্স পাওয়া যায়নি৷
২০২১ সালের ৯ নভেম্বর এসকে সিনহাকে ৪ কোটি টাকা অর্থপাচারের একটি মামলায় ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়৷
এনএস/জেডএইচ (দ্য ডেইলি স্টার)