সিটি করপোরেশন এবং পৌরসভায় ভোট ৪ঠা আগষ্ট
২০ জুন ২০০৮একযোগে ভোট হবে আগামী ৪ঠা আগষ্ট৷ ৩রা জুলাই পর্যন্ত মনোয়নপত্র দাখিল করা যাবে৷ আর মনোনয়ন পত্র গ্রহণ শুরু হবে পরবর্তী কর্মদিবস মানে রোববার থেকে৷ প্রত্যাহারের শেষ দিন ১৩ই জুলাই৷
প্রধান নির্বাচন কমিশনার জানান, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ ধরে এগিয়ে যাওয়া শুরু হল৷
৪টি সিটি করপোরেশন হল, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল৷ এসব এলাকায় মোট ভোটার প্রায় ১১ লাখ৷ ভোটার তালিকা না হওয়া এবং মেয়াদ শেষ না হওয়ায় ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আপাতত হচ্ছেনা৷
৯টি পৌরসভা হল শ্রীপুর, মানিকগঞ্জ, শরিয়তপুর, গোপালগঞ্জ, ফুলবাড়ি, নওহাটা, নাচোল, কক্সবাজার এবং সীতাকুন্ড৷
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রনালয় শুক্রবার এক আদেশে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলভূক্ত এলাকায় জরুরী অবস্থা শিথিল করেছে৷ এসব এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচনী আইন অনুযায়ী মিছিল ও সভা-সমাবেশ করা যাবে৷
এদিকে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি স্থানীয় সরকার নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে৷ আর আওয়ামীলীগ তফসিল প্রত্যাহারের আহবান জানিয়েছে৷