জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসা নেয়া জুলাই আন্দোলনে আহত ইমরান হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার ডান চোখে সমস্যা৷ আমাকে সিঙ্গাপুরেও পাঠানো হয়েছিল৷ কিন্তু সেখানে সঠিক চিকিৎসা হয়নি৷ আমার আরো উন্নত চিকিৎসার প্রয়োজন৷ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সে ব্যবস্থা করছে না৷ এই কারণে আমি হাসপাতাল ছেড়ে যাচ্ছি না৷ এখান থেকে চলে গেলে কেউ আর খোঁজ নেবে না৷”