সাফ কাপ ফুটবলে পাকিস্তানকে চার গোল ভারতের
সাফ কাপে প্রথম ম্যাচে পাকিস্তানকে চার গোলে হারালো ভারত। সুনীল ছেত্রী তিন গোল দিলেন। বেঙ্গালুরুতে খেলা হলো।
দুরন্ত ফুটবল
ভারত এই ম্যাচে পাকিস্তানকে দাঁড়াতে দেয়নি। আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে একের পর এক গোল করেছে। সুনীল ছেত্রীর তিন গোল ছাড়া একটি গোল দিয়েছেন উদান্তা সিং। উপরের ছবিতে গোল করছেন উদান্তা সিং।
চার নম্বরে সুনীল
এই ম্যাচে তিন গোল করে আন্তর্জাতিক ফুটবলে ৯০ গোল করে ফেললেন সুনীল ছেত্রী। তালিকায় চার নম্বরে তিনি। প্রথম স্থানে আছেন রোনাল্ডো। তার গোলের সংখ্যা ১২৩। দুই নম্বরে ইরানের আলি দায়ী। তিনি ১০৯টি গোল করেছেন। মেসি করেছেন ১০৩টি গোল। তারপরই চারে সুনীল।
কোচকে লাল কার্ড
তবে ম্যাচে ভারতের একটু তাল কেটেছে কোচ স্তিমাচ লাল কার্ড দেখায়। পাকিস্তান ফুটবলারদের প্রতি অশোভন আচরণ করায় তাকে লাল কার্ড দেখান রেফারি।
সম্প্রীতির বাতাবরণ
উপরের ছবিতে দেখা যাচ্ছে, জয়ের পর ভারতকে অভিনন্দন জানাচ্ছেন পাকিস্তানের ফুটবলার। খেলার মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু তা কখনই উগ্র হয়ে ওঠেনি।
প্রস্তুতি ছিল না
পাকিস্তান বুধবারই বেঙ্গালুরু পৌঁছায়। সেদিনই ম্যাচ খেলে। ফলে ভারতে এসে উপযুক্ত প্রস্তুতি নিতে পারেনি তারা। তবে পাকিস্তান টিম এর আগে পরপর তিনটি ম্যাচে হেরেছে। উপরের ছবিতে ভারতের শুভাশিস একটি বল হেড করছেন।
দেশের মাটিতে আপত্তি নেই
এমনিতে ভারত পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলে না। কিছুদিন আগেও বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে গিয়ে এশিয়া কাপের ম্যাচ খেলবে না ভারত। তবে দেশের মাটিতে পাকিস্তানের সঙ্গে ফুটবল-সহ অন্য ম্যাচ খেলতে ভারতের কোনো আপত্তি নেই। এমনকী এই বছরেই পুরুষদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপ প্রতিযোগিতা হবে। সেখানেও পাকিস্তান ভারতে এসে খেললে ভারতের আপত্তি নেই।
আমেদাবাদ নিয়ে আপত্তি
ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তেনের ম্যাচ দেয়া হয়েছে আমেদাবাদে। কিন্তু এখানে খেলতে আপত্তি আছে পাকিস্তানের। উপরের ছবিটি ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের।