সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘‘আসলে নারীদের সরাসরি নির্বাচনে অংশ নেয়ার জন্য তাদের বেশি করে মনোনয়ন দেয়া উচিত রাজনৈতিক দলগুলোর৷ আলাদা নির্বাচনে নারীর ক্ষমতায়ন হবে বলে আমরা মনে হয় না৷ নারীর সঙ্গে নারীর প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সংরক্ষিত আসনে নির্বাচনের যে কথা হচ্ছে, আমি সেটাতে বিশ্বাস করি না৷ আমি চাই সাধারণ নির্বাচনেই নারী অংশ নিক৷ আর আমার দলের যে অবস্থান এ ব্যাপারে আমারও সেই একই অবস্থান৷''
তিনি বলেন, "ঘূর্ণন পদ্ধতিতে যে একশ আসনে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেটাকে আমার অনেক জটিল মনে হচ্ছে৷ আমার দল ওটার সঙ্গে একমত না৷ আমিও একমত না৷ আমাদের প্রয়োজন রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করা, তারা যাতে বেশি সংখ্যক নারীদের মনোনয়ন দেয়৷''
সাধারণ নির্বাচনে নারীর মনোনয়ন বাড়ানোর কোনো বিকল্প নেই জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘‘নারীদের সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে একশ করা যেতে পারে৷ তবে তার জন্য সরাসরি নির্বাচন নয়, আনুপাতিক হারে যেভাবে নির্বাচন করা হয় সেটা করা যেতে পারে৷''