সাতসকালে ভূমিকম্পে কাঁপলো পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ
২৫ ফেব্রুয়ারি ২০২৫ভূমিকম্পের জেরে মঙ্গলবার সাতসকালে কেঁপে উঠলো কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। পশ্চিমবঙ্গ ছাড়াও কম্পন অনুভূত হয়েছে ওড়িশা এবং বাংলাদেশে।
ন্যাশানাল সেন্টার ফর সিস্মোলজি (এনএসসি) জানিয়েছে, সকাল ৬ টা ১০ মিনিটে এই কম্পন টেরও পাওয়া যায়। কম্পনের উৎসস্থল বঙ্গোপসাগর। তাদের এক্স হ্যান্ডেলে এনএসসি আরো জানায়, সমুদ্রের ৯১ কিমি গভীরে, ১৯.৫২ উত্তর এবং ৮৮.৫৫ পূর্বে কম্পনটি তৈরি হয়েছিল।
এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। তবে এনএসসির প্রকাশিত তথ্য অনুযায়ী, কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, পূর্ব মেদিনীপুরের দিঘা, কাঁথি, হলদিয়ায় কম্পন টের পাওয়া গেছে।
বাংলাদেশেও ভূমিকম্প টের পাওয়া গেছে
ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প টের পাওয়া গেছে। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যভেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর প্রথম আলোকে জানিয়েছেন, ২৫ সেকেন্ড ধরে ভূমিকম্প টের পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তিনি বলেছেন, উপকূলের জেলাগুলিতে বেশি প্রভাব পড়েছে। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ৫০১ কিলোমিটার দূরে ছিল। তাই পশ্চিমবঙ্গ বা ওড়িশায় তুলনায় বাংলাদেশে ভূমিকম্প কম অনুভূত হয়েছে।
এসসি/জিএইচ