বিজ্ঞাপন
মানবাধিকার কর্মী এবং আসকের সাবেক নির্বাহী পরিচালক নূর খান বলেন, "আগে ছিল মগের মুল্লুক, এখন দেশটা মবের মুল্লুকে পরিণত হয়েছে। এখানে যে কাউকে মব সৃষ্টি করে আক্রমণ করা যায়, অপমান করা যায়। সরকার কিছু বলছে না। দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিয়ে শুধু বিবৃতি দিচ্ছে।”
"একটা ভয়ার্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সিইসির ওপর যে মব সন্ত্রাস হলো তা মেনে নেয়া যায় না। তাকে অপমান করা হলো, তার মর্যাদা হানি করা হলো। তার অপরাধ থাকলে বিচার হবে। কিন্তু এটা কী হচ্ছে! সরকার মব সৃষ্টিকারী একটি গোষ্ঠীকে প্রকারান্তরে সমর্থন করছে। এর দায় সরকারকে নিতে হবে।”