‘সরকার মনে করে এসব সংস্থা ঠিকভাবে কাজ করছিল না’
১৪ সেপ্টেম্বর ২০১২বেসরকারি সংস্থাগুলোর কাজের সীমাবদ্ধতা থাকে৷ বিশেষত্বও থাকে তাদের কাজের ধরণের৷ কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ৬ হাজার এনজিওর মধ্যে অনেকগুলো কোনো কাজই করছিলনা, কোনো কোনোটি আবার যা করার কথা নয় তা করছিল৷ এমন অভিযোগ বাস্তবতাবর্জিত নয় বলেই মনে করেন শ্যামল দত্ত৷ তাঁর মতে, এমন ক্ষেত্রে নিয়ন্ত্রণ, লাইসেন্স বাতিল বা নিষেধাজ্ঞা আরোপকেও দোষের কিছু বলা যাবে না৷
রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য খুবই স্পর্শকাতর৷ একটি জনবহুল দেশে তাঁদের আশ্রয় দেয়া সম্ভব নয়, এ কথা শুরু থেকেই বলে আসছে সরকার৷ পাশাপাশি এ কথাও বলে আসছে যে, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তাসহ অন্যান্য নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য বিশ্বসম্প্রদায়ের উচিত সে দেশের সরকারের ওপর চাপ প্রয়োগ করা৷ তা না করে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নিতে উৎসাহিত করা অনভিপ্রেত৷ তিনটি এনজিও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেটাই করছিল এমন তথ্যের ভিত্তিতে সরকার তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে - ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে এমনটিও বলেছেন শ্যামল দত্ত৷
সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: সঞ্জীব বর্মন