তিনি বলেন, ‘‘অভয়আরণ্য লাইব্রেবি নামে একটা লাইব্রেরি থেকে বই লুট করে নেওয়া হয়েছে, কারণ ,সেখানে থাকা রবীন্দ্রনাথ বা নজরুলের বই নাকি নাস্তিকতা শেখাচ্ছে? বলা হয়েছে, এসব বই বাংলাদেশে চলবে না৷ আমি বারবার বলবো, অন্তর্বর্তী সরকারকে এক্ষেত্রে শক্ত ভূমিকা নিতে হবে। বই হোক, যা-ই হোক, বই তো আমাদের একটা বড় সম্পদ, একটা সামাজিক রিসোর্স। সেটাকে এভাবে ছোট করে কোনো রাজনৈতিক দল যদি বলে থাকে বা সেই প্রোপাগান্ডা তারা চালায় যে, এগুলো হচ্ছে নাস্তিকতার বিষয়, তাদের সেটা প্রমাণ করতে হবে। আমাদের নবীজীই তো বলছেন, ‘‘লেখাপড়া করতে হলে প্রয়োজনে চীন দেশে যাও।'' এই ঘটনা শুধু লাইব্রেরিতে নয়, বাংলা একাডেমীর বইমেলাতেও আমরা দেখেছি। এগুলোতে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। যেহেতু অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে আসছেন, তাদের এটা শক্ত হাতে বিবেচনা করতে হবে।’’