সরকারকে অগাস্ট পর্যন্ত সময় দিলেন খালেদা
১১ জুন ২০১২বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ১০ই জুন পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন৷ কিন্তু সরকার সেই দাবি মানেনি৷ তাই আল্টিমেটামের পরের দিন, অর্থাৎ আজ, ঢাকায় মহা সমাবেশের আয়োজন করে বিএনপি৷ সেই মহাসমাবেশে খালেদা জিয়া সরকারেরর কড়া সমালেচনা করেন৷ বলেন, ক্ষমতায় থেকে নির্বাচন করতে বর্তমান সরকার যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন পূরণ হবেনা৷ বাংলাদেশে নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে৷
তিনি বলেন, দেশে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন সবকিছুরই দলীয়করণ করা হয়েছে৷ খুন আর গুমের আতঙ্কে আছে দেশের মানুষ৷ এই অসহনীয় পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চায়৷
তিনি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে আরো সময় দেন৷ তিনি বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারকে আগামী ঈদ উল ফিতর পর্যন্ত সময় দেয়া হচ্ছে৷ তার আগে কোনো কঠোর কর্মসূচি নয়৷ তবে এই সময়ে মিছিল-সমাবেশের একাধিক কর্মসূচি ঘোষণা করেন তিনি৷ আর দাবি পূরণ না হলে ঈদের পর হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান বিএনপি নেত্রী৷
এদিকে বিএনপি'র মহাসমাবেশের কারণে সকাল থেকেই রাজধানীতে যানবাহন চলাচল ছিল কম৷ ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়৷ আর ঢাকার বাইরে থেকে আসা বাস, মিনিবাস ও লঞ্চে চালানো হয় ব্যাপক তল্লাশি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ