বিজ্ঞাপন
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর জাতীয় সংগঠন এফবিসিআই-এর সাবেক পরিচালক আবুল কাশেম খান মনে করেন, "সম্মেলনটি বাংলাদেশের ব্র্যান্ডিং-এর জন্য খুবই ভালো হয়েছে। এখন প্রয়োজন সম্ভাবনাগুলো কাজে লাগানো। বিনিয়োগকারীরা আসলেন , দেখলেন, জানলেন। একই সাথে তারা যেসব চ্যালেঞ্জের কথা বলেছেন সেগুলো আমাদের দেখতে হবে।”
তিনি বলেন, "আসলে আমাদের এখানে ট্রেড লাইসেন্স, সরকারের বিভিন্ন দপ্তরের অনুমতির জন্য সময় ক্ষেপণসহ আরো সমস্যা আছে। বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা আছে। আছে যোগাযোগের সমস্যা। এগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। সম্মেলন চলাকালেই যেভাবে গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনা বিনিয়োগকারীদের নেতিবাচক মেসেজ দিয়েছে। এই ধরনের ঘটনা কঠোর হাতে দমন করতে হবে।”