শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হারতে জিতলো ভারত
৪ জানুয়ারি ২০২৩যুব ক্রিকেটারদের নিয়ে গড়া দল হাতে পেয়েছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা ছিলেন না। ছিলেন কেকেআর থেকে বাতিল হওয়া শিবম মাভি, কাশ্মীরের পেসার উমরান মালিক, হর্ষল প্যাটেলরা।
শুরু থেকে একটা চাপও ছিল। সূর্ষকুমার, শুভমন গিল, সঞ্জু স্যামসনরা রান পাননি। কিন্তু ভারতের ইনিংস টানেন ইশান কিশান, অক্ষর প্যাটেল, দীপক হুডা এবং হার্দিক। দীপক হুডা ২৩ বলে ৪১ রান করে নট আউট থাকলেন। তারপরেও ওয়াংখেড়ের পিচে ১৬২ রান তোলা খুব একটা অসুবিধার কাজ ছিল না।
অসাধারণ বল করলেন শিবম মাভি। চার ওভারে ২২ রান দিয়ে চার উইকেট পেয়েছেন। উমরান ও হর্ষল পেয়েছেন দুইটি করে উইকেট। হার্দিক ভালো বল করলেও উইকেট পাননি।
অধিনায়ক হার্দিক দেখিয়ে দিয়েছেন, তিনি ঝুঁকি নিতে ভয় পান না। শেষ ওভার নিজে বল না করে অক্ষর প্যাটেলকে বল দিলেন। শ্রীলঙ্কা তখন ১৩ রান করলে জিতে যায়। একটি ওয়াইড বল দেন অক্ষর। তারপর তার বলে একটি ছয় মারে শ্রীলঙ্কার ব্যাটার। কিন্তু অফ স্টাম্পের বাইরে দুইটি বল ওয়াইড ভেবে ছেড়ে দিয়ে নিজেদের উপর চাপ বাড়ান শ্রীলঙ্কার ব্যাটাররা। তারপর দুজন রান আউট হন। মাত্র দুই রানে হেরে যায় শ্রীলঙ্কা। জেতা খেলা নিজেদের দোষে হেরে গেল তারা।
হাঁফ ছেড়ে বাঁচলেন রাহুল দ্রাবিড়। এমনিতেই রটেছে, তাকে আর টি-টোয়েন্টির কোচ রাখবে না বোর্ড। জেতার পর দ্রাবিড়কে দেখে মনে হচ্ছিল, তিনি স্বস্তি পেয়েছেন।
জিএইচ/এসজি (স্টার স্পোর্টস)