শ্মশানে সেলফি, মৃত এক যুবক, নিখোঁজ দুই
১১ অক্টোবর ২০২২বেলেঘাটা থেকে আত্মীয়ের দেহ নিয়ে নিমতলা ঘাট শ্মশানে এসেছিল একটি দল। সেই দলের ছয় সদস্য গঙ্গার বিপজ্জনক ঘাটে গিয়ে সেলফি নিতে যায়। সেসময় গঙ্গার বান আসার কথা ঘোষণা করা হয়।
কিন্তু সেলফি তুলতে মগ্ন যুবকরা সেই ঘোষণা হয় শোনেনি বা শুনলেও উপেক্ষা করেছিল। তারা যখন সেলফি তুলছিল, সেই সময় বানের জল এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়।
ছয়জনের মধ্যে একজন সাঁতরে ঘাটে আসেন। দুইজনকে উদ্ধার করে স্থানীয় মানুষ। কিন্তু তিনজন তলিয়ে যান। পরে উদ্ধারকারী দল এসে সন্তোষ শঙ্কর নামে এক যুবকের দেহ উদ্ধার করে। দীপক যাদব এবং বিকি সিং এখনো নিখোঁজ।
ঘটনা সম্পর্কে যা জানা গেছে
বেলেঘাটা থেকে আসা যুবকরা তাদের পরিজনের দেহ নিয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ নিমতলা মহাশ্মশানে পৌঁছান। তারপর ছয় যুবক গঙ্গার ঘাটে সেলফি তুলছিল। তাদের বয়স ২৮ থেকে ৩২-এর মধ্যে।
বান আসার আগে ঘোষণা হয়। সোমবার রাতেও হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা সেলফি তুলতে থাকেন। তখনই বানের জল এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয় মানুষরা বলছেন, যুবকরা ঘাটের বিপজ্জনক অংশে ছিলেন। তারা বানের ঘোষণা আমল দেননি।
সেলফির নেশা
এখন অধিকাংশ মানুষের হাতেই স্মার্টফোন থাকে। আর স্মার্টফোন হাতে ছবি তোলার একটা নেশা আছে। বিশেষ করে যুবকবা তরুণরা সেই নেশায় আচ্ছন্ন থাকে। স্থান-কাল-পাত্র ভুলে তারা সেলফি বা ছবি নিতে থাকেন ও তৎক্ষণাৎ তা দেখতে থাকেন। মোবাইলে কথা বলার সময়ও অনেকের হুঁশ থাকে না। এবিসিডটনেট জানাচ্ছে, এইমসের সমীক্ষা অনুযায়ী, ২০১১ থেকে ১৭ পর্যন্ত বিশ্বে সেলফি তুলতে গিয়ে যত মৃত্যু হয়েছে, তার অর্ধেকের বেশি হয়েছে ভারতে। সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়েছে তরুণরা, ১১ জন বজ্রাঘাতে মারা গেছেন, জলে ডুবে অনেকের মৃত্যু হয়েছে। তবু বিপজ্জনকভাবে সেলফি তোলার প্রবণতা কমেনি। এই নেশার হাত থেকে তারা বেরিয়ে আসতে পারেননি।
জিএইচ/এসজি (পিটিআই)