নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র ডয়চে ভেলেকে বলেন, “কঠিন বর্জ্য যদি জলে মেশে, তা হলে জল দূষিত হবে, এটা জানা কথা। এতে নদীর জলের শুদ্ধতা নষ্ট হয়, ক্ষতি হয় জীববৈচিত্রের। মানুষের সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নদীর দূষণ রোখার জন্য শুধু নজরদারি ও আইনি ব্যবস্থার কথা ভেবে লাভ নেই।”