সুব্রত গোস্বামী কলকাতা
২৪ মে ২০২৩বিজ্ঞাপন
হুইলচেয়ারে বসা ছাত্রকে পড়ার সুযোগ দিতে অস্বীকার করেছিল স্থানীয় স্কুল৷ বিধবা মা লড়াই করে ছেলেকে ভর্তি করেন বাড়ির কাছেরই অন্য এক স্কুলে৷ মাধ্যমিক পরীক্ষায় সেই ছেলেই স্কুলের মধ্যে প্রথম হয়েছে৷ প্রথম বিভাগে পাস করা অমিত ইংরেজি বিষয়ে লেটার মার্ক্সও পেয়েছে৷