শাহরুখের নতুন ছবি ডাঙ্কি নিয়ে ভক্তদের উন্মাদনা
২০২৩ যখন বিদায় নিতে চলেছে, তখনই মুক্তি পেল এই বছরে শাহরুখের তিন নম্বর সিনেমা, 'ডাঙ্কি'। আর 'ডাঙ্কি' নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে।
শাহরুখ-পুজো
কলকাতার বসুশ্রী সিনেমাহলের সামনের ছবি। এক ভক্ত শাহরুখের ছবির সামনে কার্যত পুজো শুরু করে দিলেন। প্রদীপ দিয়ে আরতি পর্যন্ত করা হলো।
ফুলে ফুলে
সিনেমা হলের সামনে শাহরুখের পোস্টার, কাট আউটের সামনের জায়গাটা ফুলে ফুলে ভরিয়ে দেয়া হলো। এই বছরে মুক্তি পাওয়া 'পাঠান' ও 'জওয়ান' নিয়েও উন্মাদনা ছিল। কিন্তু 'ডাঙ্কি' নিয়ে যেন পাগলামি তাকেও ছাড়িয়ে গেল।
ছবির গলায় মালা
কলকাতার যে কয়টি হলে শাহরুখের ছবি রিলিজ হয়েছে, সেখানেই শাহরুখের ছবির গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছেন ভক্তরা। শাহরুখের প্রতি তাদের ভালোবাসার, শ্রদ্ধার, অনুরাগের নিদর্শন হিসাবে।
রঙিন ধোঁয়া
শো শুরু হওয়ার অনেক আগে এই ভক্তরা এসেছিলেন। তারপর তারা উৎসব পালন শুরু করে দেন। তাদের এই উৎসব আরো উজ্জ্বল হয়ে ওঠে রঙিন ধোঁয়ায়। 'ডাঙ্কি' দেখার আগে এভাবেই সুপারস্টারকে সম্মান জানান তারা।
নাচতে নাচতে
এর সঙ্গে ছিল নাচ। প্রতিটি সিনেমাহলের সামনের জায়গায় ভক্তদের নাচ দেখতে ভিড় জমে যায়। ঢোলের সঙ্গে নাচ জমে ওঠে। শাহরুখের নতুন ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য এমনিতেই ভক্তরা উন্মুখ ছিলেন। তার সঙ্গে বাড়তি পাওনা ছিল এই উৎসবের পরিবেশ।
শীত বলে দেরিতে
'জওয়ান' বা 'পাঠান' এর শো শুরু হয়েছিল ভোর পাঁচটা থেকে। শীত বলে এবার শো শুরু হয়েছে একটু দেরি করে। মাল্টিপ্লেক্সে সাতটা বা আটটা থেকে। হলগুলিতে আটটা বা নয়টা থেকে।
সেলফি টাইম
সিনেমা হলে ঢোকার আগে সেলফি তো চাইই। শাহরুখ ভক্তরাও দেদার সেলফি তুলেছেন। কখনো শাহরুখের ছবির সামনে। কখনো সিনেমাহলের সামনে।
ঢোকার ভিড়
প্রথম দিনের শো হাউসফুল ছিল। ঢোকার লাইন ছিল রীতিমতো লম্বা। তবে শাহরুখ ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য রীতিমতো ব্যাকুল ছিলেন। তাই তারা পাগলামি করেছেন, লাইন দিয়েছেন, পর্দায় সুপারস্টারকে দেখে আন্দোলিত হয়েছেন।
রেকর্ড হবে কি?
শাহরুখের জওয়ানের বাজেট ছিল তিনশ কোটি। ভারতে বক্স অফিস থেকে উঠেছে ৬৪০ কোটি। আর সারা বিশ্ব থেকে উঠেছিল এক হাজার ১৫২ কোটি টাকা। ২৫০ কোটি দিয়ে বানানো পাঠান ভারতের বাজার থেকে তুলেছিল ৫৪৩ কোটি এবং বিশ্ববাজার ধরলে এক হাজার ৫০ কোটি টাকা। ডাঙ্কি কি পাঠান বা জওয়ানকে ছাড়িয়ে যেতে পারবে? সেটা বলবে ভবিষ্যৎ।
শাহরুখভক্ত অস্মিতার কথা
২০১৫ সালে শাহরুখ খানের সামনেই তার ডায়লগ বলেছিলেন অস্মিতা। শাহরুখ খুব খুশি হয়ে বলেছিলেন, তার বাড়ি গিয়ে দেখা করতে। অস্মিতা জানিয়েছেন, তিনি বা তার পরিবারের সকলেই শাহরুখ-ভক্ত। তার কোনো ছবিই বাদ দেন না।
হিট হবেই, বলছেন প্রসেনজিৎ
এই বছরে শাহরুখের তিন নম্বর সিনেমাও মেগা হিট হবে বলে মনে করছেন প্রসেনজিৎ কর। তিনিও শাহরুখের বড় ভক্ত। তিনি মনে করেন, শাহরুখ খান ও রাজকুমার হিরানি যখন একসঙ্গে কাজ করেছেন, সেই ছবি হিট হবেই। আর শাহরুখের সিনেমার রিলিজ মানেই উৎসব।
প্রথমবার প্রথম শো-তে
এই প্রথমবার শাহরুখের কোনো সিনেমার প্রথম দিন প্রথম শো দেখলেন বাণী মণ্ডল। ছোট থেকে শাহরুখ-ভক্ত বাণী এবার প্রথম শো-তে এসে তিনি উচ্ছ্বসিত।