শান্তনু এবং অয়নের বিরাট সম্পত্তি
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীল। ডিডাব্লিউয়ের ক্যামেরায় তাদের সম্পত্তির ছবি।
শান্তনুর বাড়ি
১০ মার্চ তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে ইডি। ৩৭ ঘণ্টা জেরা করার পর তাকে গ্রেপ্তার করা হয়। শান্তনুর কাছে বিরাট সম্পত্তির হদিশ পায় ইডি।
শান্তনুর ফোনের দোকান
জিরাটে শান্তনুর ফোনের দোকান। এই দোকানে শান্তনু বসতেন। শান্তনুর প্রতিবেশী দোকানদারের অভিযোগ, রাজনীতিতে যুক্ত হওয়ার পর দোকানে আর খুব বেশি আসতেন না শান্তনু।
শান্তনুর ধাবা
বলাগড়ে এই ধাবাটি চালাতেন শান্তনু। ইডি-র কর্মকর্তারা এই ধাবাতেও তল্লাশি চালিয়েছে। এই ধাবা কীভাবে শান্তনু কিনেছিলেন, কোথা থেকে টাকা এসেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
শান্তনুর কাকার বাড়ি
বলাগড়ে শান্তনুর কাকার বাড়ি। এই বাড়িতেও আসতেন শান্তনু। স্থানীয় মানুষের অভিযোগ, এই বাড়িতেও শান্তনুর বিনিয়োগ ছিল।
শান্তনুর রিসর্ট
বলাগড়ে এই রিসর্ট তৈরি করেছিলেন শান্তনু। এই রিসর্টে তল্লাশি চালিয়েছে ইডি।
বলাগড় থানা
শান্তনুকে এই থানাতে এনেই প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
শান্তনুর স্ত্রীয়ের বাড়ি
শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এখন এই বাড়িতে আছেন। এই বাড়িতেও শান্তনুর নিয়মিত যাতায়াত ছিল।
অয়নের অফিস
শান্তনুর সূত্র ধরেই ব্যবসায়ী অয়ন শীলকে গ্রেপ্তার করে ইডি। তিনিও নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত ছিলেন বলে অভিযোগ। অয়নের সঙ্গে বীরভূমের নেতা ধৃত অনুব্রত মণ্ডলের যোগাযোগ ছিল বলে পুলিশের ধারণা। সল্টলেকে এই অফিসে বসতেন অয়ন। থাকতেনও এখানে।
অয়নের গাড়ি
অয়ন গ্রেপ্তার হয়েছেন। বাড়ির সামনে এখনও পড়ে তার বিলাসবহুল গাড়ি।