শনিবার শুরু আইপিএল, কোন টিমের শক্তি কেমন, কারা এগিয়ে?
আইপিএল মানে বিশ্বের সেরা ক্রিকেটারদের পারফর্ম করতে দেখা, তার সঙ্গে বলিউড তারকাদের উপস্থিতি এবং টি-টোয়েন্টির উত্তেজনা।
১৮তম বছরে আইপিএল
আইপিএলের ১৮তম বছরে উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতার ইডেন গার্ডেনসে হবে এই ম্যাচ। প্রথম ম্যাচেই জমজমাট লড়াই হতে পারে। বিরাট কোহলি বনাম অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আইয়ারদের লড়াই উপভোগ্য হতে বাধ্য। একদিকে চতুর্থবার আইপিএল জয়ের জন্য ঝাঁপাবে কেকেআর। আর কোহলিরা ঝাঁপাবেন প্রথমবার আইপিএল জেতার লক্ষ্যে।
কেকেআর টিম কেমন হলো?
কেকেআর গতবারের আইপিএল জয়ী দলের ২১ জনের মধ্য়ে ১৩ জনকে ধরে রেখেছে। সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিং, রিঙ্ংকু সিং, রহমাতুল্লা গুরবাজ, মনীশ পাণ্ডে, বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানেদের সঙ্গে আছেন কুইন্টন ডি কক, স্পেনসার জনসন, আনরিখ নোখিয়া। গৌতম গম্ভীরের জায়গায় এবার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর ডোয়েন ব্র্যাভো। অধিনায়ক দেড় কোটির ক্রিকেটার অজিঙ্ক রাহানে।
বেঙ্গালুরুর টিমে বিরাট কোহলি
রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি এবার নতুন করে টিম তৈরি করেছে। বিরাট কোহলি রজত পাটিদারদের সঙ্গে একঝাঁক নতুন প্লেয়ার। ইংল্যান্ডের মারকুটে ব্যাটার ফিল সল্ট আছেন। আছেন লিয়াম লিভিংস্টোন, ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, জিতেশ শর্মা, সূয়স শর্মা, ভুবনেশ্বর কুমার, দেবদত্ত পড়িক্কল, হ্যাজেলউড, যশ দয়ালরা। অধিনায়ক ১১ কোটির ক্রিকেটার রজত পটিদার। প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, ব্যাটিং কোচ দীনেশ কার্তিক।
চেন্নাইয়ে ধোনি আছেন
আইপিএলের সবচেয়ে সফল দল হলো চেন্নাই সুপার কিংস। পাঁচবার তারা আইপিএল জিতেছে, পাঁচবার ফাইনালে হেরেছে। ৪৩ বছর বয়সেও মহেন্দ্র সিং ধোনি আইপিএল খেলছেন। তিনিই উইকেটের পিছনে থাকবেন। হেলিকপ্টার শট প্র্যাকটিস করছেন। অধিনায়ক ১৮ কোটি টাকার রুতুরাজ গায়কোয়াড়। এছাড়া আছেন রাচিন রবীন্দ্র, ডেভিড কনওয়ে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, স্যাম কারেন, অশ্বিন, পথিরানা, খলিল আহমেদ, রাহুল ত্রিপাঠীরা। হেড কোচ স্টিফেন ফ্লেমিং।
মুম্বইয়ের অধিনায়ক হার্দিক
মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি খুব ভালো ফর্মে ছিলেন। তবে গতবার স্লো ওভাররেটের জন্য তিনি প্রথম ম্যাচ থেকে সাসপেন্ড হয়েছেন। এই ম্যাচে অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। এছাড়া আছেন রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, তিলক বর্মা, মিশেল স্য়ান্টনার, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, নমন ধীর-সহ একগুচ্ছ ভালো ক্রিকেটার। কোচ হলেন মাহেলা জয়বর্ধনে।
দিল্লিতে কে এল রাহুল
দিল্লি টিমে এবার যোগ দিয়েছেন কে এল রাহুল। চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি খুবই ভালো খেলেছেন। তবে তিনি অধিনায়ক হননি। অধিনায়কত্ব সামলাবেন অক্ষর প্যাটেল। সহ অধিনায়ক ফাফ দু প্লেসি। দলে আছেন ম্যাকগার্ক, করণ নায়ার, মাইকেল স্টার্ক, কুলদীপ সিং, চামিরা, মুকেশ কুমার, টি নটরাজন, অভিষেক পোড়েল, অজয় মণ্ডলরা। মেন্টর কেভিন পিটারসেন। এবার সৌরভ গঙ্গোপাধ্যায় আর দিল্লির দলের সঙ্গে যুক্ত নন।
রাজস্থান রয়্যালসের কোচ দ্রাবিড়
সাবেক ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবার রাজস্থান রয়্যালসের কোচ। দলের অধিনায়ক সঞ্জু স্যামসন। দলে আছেন, যশস্বী জয়সওয়াল, নীতিশ রানা, রিয়ান পরাগ, শুভম দুবে, তুষার দেশপাণ্ডে, হাসারঙ্গা, ধ্রুব জুড়েল, সন্দীপ শর্মা, শিমরন হেটমেয়াররা। ১৩ বছর বয়সি বৈভব সূর্যবংশীকে এক কোটি ১০ লাখ টাকা দিয়ে নিয়েছে রাজস্থান। অনুশীলনে অকুতোভয় বৈভব রীতিমতো নজর কেড়েছেন। বৈভব আইপিএলের ইতিহাসে সবচেয়ে কমবয়সি ক্রিকেটার।
পাঞ্জাব কিংসে অস্ট্রেলিয়ার পাঁচ ক্রিকেটার
পাঞ্জাব কিংস-কে বলা হচ্ছে মিনি অস্ট্রেলিয়া। দলে আছেন সেদেশের পাঁচ ক্রিকেটার। তারা হলেন, মার্কাস স্টোয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, উইকেটরক্ষক ব্যাটার জোশ ইংলিস, অলরাউন্ডার অ্যারন হার্ডি এবং পেসার জেভিয়ার বার্টলেট। দলের প্রধান কোচ হলেন রিকি পন্টিং। দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। এছাড়া আছেন, অর্শদীপ সিং, যজুবেন্দ্র চাহাল, কুলদীপ সেনরা।
হায়দ্রাবাদও শক্তিশালী দল
সানরাইজার্স হায়দ্রাবাদও যথেষ্ট শক্তিশালী দল। দলের অধিনায়ক হলেন প্যাট কামিন্স। এছাড়া আছেন ট্রাভিস হেড, এনরিখ ক্লাসেন, ইশান কিশান, অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি, কামিন্দু মেন্ডিস, মহম্মদ শামি, জয়দেব উনাদকাট, হর্ষল প্যাটেল, অ্যাডাম জাম্পা, রাহুল চাহার। দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেত্তোরি। হায়দরাবাদও যথেষ্ট শক্তিশালী দল। গতবার ফাইনালে খেলেছিল হায়দ্রাবাদ।
লখনউতে অধিনায়ক পন্থ
লখনউ সুপার জায়েন্টেসের অধিনায়ক এবার ২৭ কোটি টাকার ঋষভ পন্থ। দলে আছেন আব্দুল সামাদ, আয়ুষ বাদানি, ডেভিড মিলার, নিকোলাস পুরান, এডেন মার্করাম, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, আকাশ সিং, আবেশ খান, রবি বিষ্ণোইরা। দলের মেন্টর জাহির খান, চিফ কোচ জাস্টিন ল্যাঙ্গার।
গুজরাটও ভালো দল
গুজরাটের অধিনায়ক হলেন শুভমন গিল। দলে আছেন জস বাটলার, রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, জস বাটলার, মহম্মদ সিরাজ, কাসিগো রাবাডা, ওয়াশিংয়ন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, গ্লেন ফিলিপস, কোয়েটজি, রাদারফোর্ডরা। কোচ আশিস নেহরা।
কোন দল এগিয়ে?
আইপিএলে প্রতিটি দলই শক্তিশালী। যে কোনো দলই যে কোনো ম্যাচ জিততে পারে। ঠিক টিম নির্বাচন, উপযুক্ত কৌশল, মাঠে নেমে পারফর্ম করার উপর অনেককিছু নির্ভর করে। ফলে এখানে কোচের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি দলে এমন ক্রিকেটাররা আছেন, যারা একাহাতে ম্যাচ জেতাতে পারেন। টি-টোয়েন্টি ক্রিকেটের মজাটাই এখানে।