লং কোভিডে আক্রান্ত ইউরোপ
১৪ সেপ্টেম্বর ২০২২ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি জরিপ মডেল ব্যবহার করে ইউরোপে একটি সার্ভে চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও। সেই জরিপ রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছেন ইউরোপের ডাবহ্লিউএইচও প্রধান। সেখানেই দেখা যাচ্ছে, গোটা ইউরোপে প্রায় ১৭ মিলিয়ন মানুষ লং কোভিডে আক্রান্ত। কোভিড হওয়ার তিন মাস পর্যন্ত তারা নানা সমস্যা ভুগেছেন। ক্লান্তি, অবসাদ এমনকি, স্মৃতিবিভ্রাটের মতো সমস্যায় ভুগেছেন বা ভুগছেন তারা।
মূলত, ২০২০-২১ এ এই জরিপটি করা হয়েছিল। ইউরোপ এবং মধ্য এশিয়ায় এই সার্ভে হয়েছে। সেখানেই দেখা যায় লং কোভিডে আক্রান্তের সংখ্যা অনেক। বস্তুত, এই রিপোর্ট প্রকাশ করার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হানস হেনরি পি কুগ বলেছেন, আরো গভীরে গিয়ে গবেষণা করা প্রয়োজন। লং কোভিড নিয়ে এখনো খুব বেশি তথ্য পাওয়া যায়নি। কেন লং কোভিড হচ্ছে, এর ফলে স্থায়ীভাবে কোনো সমস্যা তৈরি হচ্ছে কি না, এই বিষয়গুলি দেখা দরকার। পৃথিবীর বিভিন্ন প্রান্তে গবেষকরা এ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন।
পুরুষের থেকে নারী বেশি
রিপোর্টে দেখা যাচ্ছে, প্রতি পাঁচ জনে একজন পুরুষ যদি লং কোভিডে আক্রান্ত হন, তাহলে নারীর আক্রান্তের সংখ্যা তিনজডনে একজন। আর নারীর আক্রান্ত হওয়ার সম্ভাবনা পুরুষের চেয়ে দ্বিগুণ। কেন নারীরা বেশি আক্রান্ত হচ্ছেন লং কোভিডে তা-ও এখনো স্পষ্ট নয়। তবে রিপোর্ট বলছে শুধু ইউরোপে নয়, গোটা দুনিয়াতেই নারীরা লং কোভিডে আক্রান্ত হয়েছেন বেশি।
বস্তুত রিপোর্ট অনুযায়ী গোটা পৃথিবীতে ১৪৫ মিলিয়ন মানুষ লং কোভিডে আক্রান্ত হয়েছেন।
এসজি/জিএইচ (ডিপিএ, এপি)