রোগী হত্যা চেষ্টার অভিযোগে নার্স গ্রেপ্তার
১২ নভেম্বর ২০২০দক্ষিণ জার্মানির মিউনিখ শহরের একটি হাসপাতালের এক নার্স ইচ্ছা করে বেশি ওষুধ দিয়ে কমপক্ষে তিনজন রোগীকে হত্যার চেষ্টা করেছে৷ বুধবার এক সংবাদ সম্মেলনে পুলিশ এবং প্রসিকিউটররা জানিয়েছেন, রোগীর জন্য নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ওষুধ দিয়েছে তাদের ২৪ বছর বয়সি এই নার্স৷
‘‘এই নার্স রোগীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিলেন পরে যেন সে একজন গর্বিত ত্রাতা হিসেবে প্রশংসা পেতে পারে, নার্সের অনলাইন চ্যাটের ইতিহাস তারই ইঙ্গিত দেয়,’’ একথা বলেন প্রসিকিউটর আনে লাইডিং৷ তিনজন রোগীকে হত্যার চেষ্টা সন্দেহে ওই নার্সকে সোমবার গ্রেপ্তার করা হয়, তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন৷ তিনি গত জুলাই মাস থেকে মিউনিখের এই হাসপাতালটিতে কাজ করছেন৷
গত শনিবার দু'জন রোগীর অবস্থার হঠাৎ অবনতির হওয়ায় বিষয়টি হাসপাতালের বিভাগীয় ডাক্তারের নজরে আসে৷ পরে রোগীদের রক্ত পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে যে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ওষুধ রোগীদের দেওয়া হয়েছিল৷ তাছাড়া দুই সপ্তাহ আগে আরেকজন রোগী একইভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন৷ ৫৪, ৯০ এবং ৯১ বছর বয়সি তিনজন রোগীকে অতিরিক্ত ওষুধ দেওয়ার পরেও তাঁরা বেচে গেছেন তবে ৯১ বছর বয়সি রোগীর অবস্থা এখনও আশঙ্কাজনক৷ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া তিনজন রোগীই এই একই নার্সের সেবা নিচ্ছিলেন৷
নার্সের বিরুদ্ধে রোগীদের হত্যা চেষ্টার অভিযোগ জার্মানিতে এটাই প্রথম নয়৷ গত বছর ৮৫ জন রোগীকে হত্যার দায়ে সাবেক নার্স নিলস হ্যোগেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যিনি জার্মানির সবচেয়ে আলোচিত সিরিয়াল কিলার হিসেবে পরিচিত৷ এছাড়াও গত মাসে এক পোলিশ স্বাস্থ্যসেবাকর্মী কমপক্ষে তিনজন রোগীকে ইনসুলিন ইনজেকশন দিয়ে হত্যার দায়ে দণ্ডিত করা হয়েছে৷
এনএস/কেএম (এপি,ডিপিএ,এএফপি)