রসায়নে নোবেল দুই নারী গবেষকের
৭ অক্টোবর ২০২০ফরাসি ও মার্কিন যুগলবন্দি। শারপন্টিয়ের ফরাসি এবং ডাউডনা মার্কিন৷ জিনোম এডিটিং-এর পদ্ধতি আবিষ্কার করার জন্য এই দুই নারী বিজ্ঞানী নোবেল পেলেন৷
তাঁরা ‘জেনেটিক সিজার্স’ আবিষ্কার করেছেন৷ নোবেল কমিটির মতে, এই আবিষ্কার জীববিজ্ঞানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে৷ এর জন্যই তাঁরা সোনার মেডেল ও নয় লাখ ৫০ হাজার ইউরো পুরস্কার পাবেন৷
এই প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা পশু, গাছপালা এবং মাইক্রোঅর্গানিজম বা উদ্ভিজ্জাণুর ডিএনএ-তে বদল ঘটাতে পারছেন৷ এই প্রযুক্তি জীববিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে৷ এমনকি তার প্রভাব নতুন ক্যানসার চিকিৎসাতেও পড়বে৷ যে সব রোগ উত্তরাধিকার সূত্রে আসে, তাও নিরাময় করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে৷
কোষের মধ্যে জিন পরিবর্তনের যে কাজটা এই দুই নারী গবেষক করেছেন তা কঠিন ও সময়সাপেক্ষ তো বটেই, একসময় অসম্ভব বলে মনে করা হতো৷ তাঁরা সিআরআইএসপিআর/ক্যাস৯ জেনেটিক সিজার্স ব্যবহার করে সেই অসম্ভবকে সম্ভব করেছেন৷
২০১২ সালে তাঁরা এই আবিষ্কার করেন৷ তাঁদের কাজের উপর ভিত্তি করে পরে আরো অনেক কিছু আবিষ্কার হয়েছে৷ গবেষকরা নতুন নতুন দিকের সন্ধান পাচ্ছেন৷ এর ফলে নানাভাবে মানবতার উপকার হচ্ছে৷
জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স)