যুদ্ধ আর ভূমিকম্পে সিরিয়ায় বাড়ছে পঙ্গুত্ব
এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধ অভিশাপ হয়ে এসেছে সিরিয়ার মানুষের জীবনে৷ তার সাথে যুক্ত হয়েছে ভূমিকম্প৷ যুদ্ধে মৃত্যুর মিছিল তো আছেই, বেঁচে থাকাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করে তাকিয়ে আছেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে৷
চোখ আর পা হারালো রুয়া ও দোয়া
সিরিয়ার ইডলিবে শরণার্থী শিবিরের বাইরে খেলাধুলা করছিল ছোট্ট দুই বোন রুয়া আল-হাসান আর দোয়া-আল হাসান৷ শিশু দুটি জানতো না, ক্যাম্পে পদে পদে লুকিয়ে আছে অবিস্ফোরিত ক্লাস্টার বোমা৷ রাশিয়ার ফেলা এমনই এক অবিস্ফোরিত বোমার হঠাৎ বিস্ফোরণে চোখ হারায় রুয়া৷ আর বোমার আঘাতে পা হারায় ছোট্ট দোয়া৷
বাবাকে হারিয়েছে দুই শিশু
শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রুয়া-দুয়ার পরিবার দুইবার বোমা হামলার শিকার হয়৷ প্রথমবার হামলার শিকার হয়ে মারা যান তাদের বাবা৷
দশক ধরে চলা যুদ্ধ
এক সময়ের সমৃদ্ধ দেশ সিরিয়িা এখন রীতিমতো ধ্বংসস্তূপ৷ ২০১১ সালের মার্চে দেশটিতে যে সংকটের সূচনা তার আজও সমাধান হয়নি৷ এর ফল- হাজার হাজার মানুষের মৃত্যু৷ সেই সাথে আরেক বাস্তবতা নীরবে অভিশাপের মতো দেখা দিয়েছে৷ তা হলো- দেশটিতে ক্রমেই বাড়ছে পঙ্গু হওয়া লোকের সংখ্যা৷
চার জনে একজন পঙ্গু!
জাতিসংঘের তথ্যমতে, দেশটির দুই বছরের বেশি বয়সি মোট জনসংখ্যার ২৮ ভাগ কোনো-না-কোনো ধরনের পঙ্গুত্বের শিকার৷ উত্তর সিরিয়ায় এমন মানুষ সবচেয়ে বেশি৷ সেখানে পঙ্গুত্ব বরণ করা লোকের সংখ্যা ৩৭ ভাগ৷ এর বড় কারণ হলো দশক ধরে চলা যুদ্ধ৷
৬৭ ভাগ যুদ্ধ-পঙ্গু
আন্তর্জাতিক সংস্থাগুলো জানায়, দেশটিতে পঙ্গু হয়ে পড়া লোকেদের ৬৭ ভাগের পঙ্গুত্বের কারণ হলো যুদ্ধ৷ অর্থাৎ, বোমার আঘাত, গুলির আঘাত বা ক্লাস্টার বোমার বিস্ফোরণে পঙ্গুত্ব বরণ করছে তারা৷
ভূমিকম্প আর পঙ্গুত্ব
একদিকে যুদ্ধের ভয়াবহতা কেড়ে নিচ্ছে জীবন আর পঙ্গু করে দিচ্ছে হাজার হাজার মানুষকে৷ আরেকদিকে চলতি বছর ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহাণির পাশাপাশি শত শত মানুষ পঙ্গু হয়েছেন৷ ভূমিকম্পে ঠিক কতজন মানুষ পঙ্গু হয়েছেন তার সঠিক সংখ্যা বলা না গেলেও, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল, সিরিয়ার প্রধান মিরিয়াম আবোর্দ-হুগোন জানান, ভূমিকম্পের কারণে পঙ্গু হয়ে পড়া লোকের সংখ্যা কম নয়৷
কেমন আছে রুয়া, দোয়া
স্বাভাবিক জীবনে ফেরার সংগ্রাম করছে রুয়া আর দোয়া৷ বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত দোয়ার হাত কেটে ফেলা হয়েছে৷ চোখ হারিয়ে বোন রুয়াও সংগ্রাম করছে স্বাভাবিক জীবনে ফেরার৷
অনিশ্চিত ভবিষ্যৎ
শারীরিক পঙ্গুত্ব মানে চাকরি পাওয়ায় অনিশ্চয়তা, জীবন-জীবিকার অনিশ্চয়তা৷ আছে সামাজিক এবং মানসিক চাপও৷ গবেষক রায়া আল-জাদির বলেন, আরব সংস্কৃতিতে ডিজঅ্যাবিলিটি থাকলে সমাজের চোখে আপনি ‘ব্যার্থ’৷ এমন পরিস্থিতিতে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে তাকিয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পঙ্গুত্ব বরণ করা হাজারো মানুষ৷