যুদ্ধের ১৫ মাস: গাজার বর্তমান চিত্র
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ এদিকে, ফিলিস্তিনীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজা ছাড়ছেন৷ যুদ্ধ শুরুর ১৫ মাস পর গাজার চিত্র তুলে ধরা হলো ছবিঘরে৷
রাফায় ধ্বংসস্তূপে ফিলিস্তিনীরা
রাফায় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির পর বিধ্বস্ত ভবন বা বাড়ি-ঘরের সামনে হেঁটে যাচ্ছেন শহরটির বেঁচে থাকা কয়েকজন বাসিন্দা।
খান ইউনিসেও একই চিত্র
খান ইউনিসে সর্বত্র ইসরায়েলের হামলার চিহ্ন৷ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘর-বাড়ি৷ বিধ্বস্ত প্রায় সব ভবন৷
জাবালিয়া এখন ধ্বংসস্তূপ
গাজা উপত্যকার জাবালিয়ায় এখন শুধু বাড়ি আর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ চোখে পড়বে৷ এ মুহূর্তে ইসরায়েল আর হামাসের মধ্যকার যুদ্ধে বিরতি চলছে ৷
নিরাপদ আশ্রয়ের খোঁজে
গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ শুরুর ১৫ মাস পর নিজেদের ঘর-বাড়ি হারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে চলেছেন ফিলিস্তিনীরা৷
মুক্ত জিম্মিদের দেখতে ভীড়
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল ও হামাস যুদ্ধ শুরুর পর অনেক ফিলিস্তিনী ইসরায়েলের হাতে বন্দি ছিলেন৷ যুদ্ধবিরতি শুরুর পর তাদের অনেকেই মুক্তি পান৷ গাজার দক্ষিণাঞ্চলে মুক্ত বন্দিদের দেখতে বিধ্বস্ত একটি ভবনের উপর জড়ো হয়েছেন অনেকেই।
ফালাফ্যাল বিক্রি
গাজায় নেই বিদ্যুৎ। লোডশেডিং চলাকালীন একটি বিধ্বস্ত ভবনে বসে ফালাফ্যাল বিক্রি করছেন ফিলিস্তিনীরা৷