যানজট কমাবে ভবিষ্যতের গাড়ি-রোবট?
৪ ফেব্রুয়ারি ২০২৫জার্মানির ফ্রাঙ্কফুর্টে এমন গাড়ি-রোবটের পরীক্ষা চলছে৷
এই গাড়ি-রোবটের নাম সিটিবট৷ স্বয়ংক্রিয় এই বাহনটি একটি গাড়ি ও রোবটের হাইব্রিড৷ রাস্তায় থাকা সেন্সর থেকে পাওয়া নির্দেশনা মেনে এটি সামনে এগোয়৷
সিটিবট নিয়ে কাজ করা কোম্পানির নাম ইডিএজি৷ তার গ্লোবাল ডিজাইন ম্যানেজার ইয়োহানেস বার্কমান জানান, ‘‘সিটিবটের কাজ করা দেখতে সহজ মনে হলেও এর সঙ্গে অনেক জটিল প্রক্রিয়া জড়িত৷ এটি কোণাকুণিও নড়াচড়া করতে পারে৷ এটি সেন্সর থেকে অবস্থান সম্পর্কিত তথ্য নিয়ে থাকে৷ সেখান থেকে পাওয়া তথ্য নিয়ে এটি তার কাজ সম্পর্কে জানতে পারে এবং গাছে পানি দিতে এগিয়ে যায়৷''
উচ্চক্ষমতাসম্পন্ন স্বয়ংক্রিয় মেশিন সিটিবট আরও বেশি কিছু করতে সক্ষম৷ এর নির্মাতাদের বিশ্বাস, একদিন এটি দিয়ে গাছে আগা কাটা, আবর্জনা সংগ্রহ করা ও প্যাকেজ ডেলিভারি করা যাবে৷ ব্যাটারিচালিত এই বাহন ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলতে পারে৷
কর্মী সংকটের সময় সিটিবট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে৷ তবে এটি তার সম্ভাবনার ক্ষুদ্র একটি অংশ৷ বড় লক্ষ্য হচ্ছে, বর্তমান ও ভবিষ্যতের অন্যতম বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করা৷ স্বয়ংক্রিয় এই বাহনের লক্ষ্য, চলাফেরার বিষয়টি কার্বন নির্গমন-মুক্ত করা ও যানজট কমানো৷
ইয়োহানেস বার্কমান বলেন, ‘‘সবচেয়ে কার্যকর লজিস্টিক্যাল সিস্টেম থেকে আমরা অনুপ্রেরণা নিয়েছি৷ আর সেটি হচ্ছে মানুষের শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থা৷ আমরা সফটওয়্যারের মাধ্যমে কোটি কোটি সিটিবটকে পুতুলের মতো নিয়ন্ত্রণ করে যানজট কমাতে চাই৷''
সিটিবট এখনও প্রশিক্ষণের মধ্যে আছে৷ ফ্রাঙ্কফুর্টে এক নিয়ন্ত্রিত পরিবেশে সিটিবটের পরীক্ষা চলছে, যেখানে মানুষ ও যানের সংখ্যা নিয়ন্ত্রিত৷ পেছনে থেকে একজন নিয়ন্ত্রক সিটিবটকে নিয়ন্ত্রণ করেন৷
নির্মাতাদের লক্ষ্য ২০৪০ সালের মধ্যে নগরগুলোতে যানজট অতীত ইতিহাস হয়ে উঠবে৷ তার পরিবর্তে রাস্তায় সেন্সর ও ৫জি প্রযুক্তি দ্বারা পরিচালিত সিটিবট চলবে৷
আন্দ্রেয়া ম্যুসার/জেডএইচ