মোজাম্বিকে ৫০ জনের মাথা কাটল চরমপন্থীরা
১০ নভেম্বর ২০২০উত্তর মোজাম্বিকের ক্যাবো ডেলগাডো এলাকায় গত কয়েকদিন ধরে হানা দিয়ে ৫০ জনের মাথা কাটল চরমপন্থী মুসলিম জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, চরমপন্থীরা সাধারণ মানুষের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। মানুষ জঙ্গলে পালিয়ে গিয়েছে। সেখান থেকে তাঁদের ধরে এনে মাথা কেটে মারা হয়েছে। নারী ও শিশুদেরও ছাড় দেওয়া হয়নি। তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।
ক্যাবো ডেলগাডো অঞ্চলে গত তিন বছর ধরেই বিদ্রোহীদের তাণ্ডব চলছে। বিদ্রোহীদের অভিযোগ, জাতীয় সরকার এই অঞ্চলকে অবহেলা করছে। এই চরমপন্থীদের সঙ্গে আইএসের যোগাযোগ আছে বলে পুলিশ জানিয়েছে। চরমপন্থীরা হতাশ যুবকদের নিজেদের দলে নিচ্ছে। তারপর তারা ভয়ঙ্কর আক্রমণ চালাচ্ছে। তারা গোটা অঞ্চলে খিলাফতের শাসন চায়। তাদের সঙ্গে যারা হাত মেলাতে চায় না, তাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে বলে পুলিশের অভিযোগ।
মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে, সরকারি নিরাপত্তা বাহিনীও চরমপন্থীদের দমন করার নামে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।
জিএইচ/এসজি(ডিপিএ, এএফপি)