মেজাজ হারিয়ে শাস্তির মুখে ব়্যুডিগার
২৯ এপ্রিল ২০২৫এই ঘটনায় তার কয়েক মাসের জন্য নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধিতে উল্লেখ আছে, রেফারিদের প্রতি ‘সামান্য সহিংসতা' করলে খেলোয়াড়দের চার থেকে বারো ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে৷ যদি অপরাধ আরও গুরুতর বলে বিবেচিত হয়, তবে কয়েক মাসের নিষেধাজ্ঞা জারি করা হতে পারে৷
ম্যাচটিতে ব়্যুডিগার মেজাজ হারিয়ে ফেলার কারণে লাল কার্ড দেখেন৷ এমবাপের বিরুদ্ধে রেফারির নেওয়া এক সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি৷ ঐ সময় বদলি হয়ে তিনি মাঠের বাইরে ছিলেন৷ রেফারি রিকার্ডো দে বোর্গোস বেঙ্গোয়চেয়া এর দিকে কিছু একটা ছুড়ে মারেন, যা বরফের টুকরো বলে মনে করা হচ্ছে৷
ব়্যুডিগারের এই আচরণ তাৎক্ষণিকভাবে সমালোচিত হয়েছে এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে৷ ঘটনার আগে রেফারি বেঙ্গোয়চেয়া রেয়াল মাদ্রিদ টিভির ক্রমাগত সমালোচনার শিকার হয়েছিলেন, যা খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে৷
ঘটনার পরপরই ব়্যুডিগার সামাজিক মাধ্যমে তার আচরণের জন্য ক্ষমা চেয়েছেন৷ পরদিন তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, ‘‘আমার আচরণের কোনো অজুহাত নেই৷ আমি এর জন্য খুবই দুঃখিত৷ রেফারি এবং যাদের আমি হতাশ করেছি তাদের কাছে আমি আবারও ক্ষমা চাইছি৷'' ব়্যুডিগার এবং তার সতীর্থদের এমন আচরণকে ফুটবলের স্পিরিটের পরিপন্থি বলে মনে করছে অনেক বিশেষজ্ঞ৷
স্প্যানিশ স্পোর্টস শো কারুসেল দেপোর্তিভোর হোস্ট ড্যানি গ্যারিডো বলেছেন, ‘‘বিশেষ করে ব়্যুডিগারের মনোভাব ছিল জঘন্য৷ লুকাস ভাসকেস হয়তো অপমান করেছে, ভিনিসিয়ুসকে উন্মাদ মনে হয়েছে, কিন্তু ব়্যুডিগার যা করেছে তা ক্ষমার অযোগ্য এবং তিনি একটি ঐতিহাসিক নিষেধাজ্ঞা পেতে চলেছেন৷''
জার্মান ট্যাবলয়েড বিল্ড-এ প্রাক্তন রেফারি টরস্টেন কিনহোফার তার মতামত জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘ব়্যুডিগারের আচরণ একটি কলঙ্ক৷ জার্মান ফুটবল দলের কোচকে বিবেচনা করতে হবে যে, এমন একজন ব্যক্তি এখনও আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারে কিনা৷''
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন - ডিএফবি জানিয়েছে, এই ঘটনার ফলে ব়্যুডিগারের ন্যাশনস লিগে জার্মানির পক্ষে খেলার ওপর প্রভাব ফেলবে না। ডিএফবি এর স্পোর্টিং ডিরেক্টর রুডি ফ্যোলার এক বিবৃতিতে জানিয়েছেন, ব়্যুডিগারকে নিষেধাজ্ঞা দেয়ার কোনো পরিকল্পনা তার অ্যাসোসিয়েশনের নেই।
ফলে স্পেনে নিষেধাজ্ঞার মুখে পড়লেও জার্মানির হয়ে তার খেলায় কোনো বাধা থাকবে না।
মাট পিয়ারসন/এএনএস