তারা আরো মনে করেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সঙ্গে আর কোনো অর্জনের তুলনা চলে না, তুলনা যারা করেন তাদের ‘ভিন্ন উদ্দেশ্য' রয়েছে৷
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, "ওরা প্রতারক, ওদের ইতিহাসের মুখোমুখি দাঁড়াতে হবে।”
অ্যাডভোকেট ফজলুর রহমান ডয়চে ভেলেকে বলেন, "৫ আগস্টের পর তারা প্রথমে ১৯৪৭ এবং ১৯২৪-এর মধ্যে আর কিছু রাখে নাই। তারা মুক্তিযুদ্ধকে বাদ দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ তা মানেনি। তাই তারা এখন সুর পরিবর্তন করে মুক্তিযুদ্ধ আর ২৪-কে এক কাতারে আনার পাঁয়তারা করছে। তারা মুক্তিযুদ্ধের নাম নেয়া শুরু করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের সাথে আর কিছুর তুলনা চলে না। যারা এটা করে, তারা স্বাধীনতাবিরোধী শক্তি।”
তিনি মনে করেন, "তারা প্রতারক। তারা আন্দোলনের সময় গণতন্ত্রের কথা বলেছে, মুক্তিযুদ্ধের গান, চেতনার কথা বলেছে। এখন তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা স্বাধীনতাবিরোধী। কিন্তু এই বাংলায় সেটা হবে না। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি এখানে টিকতে পারবে না।”